নয়াদিল্লি: জল্পনাই সত্যি হল। উত্তর প্রদেশের অমেঠির সঙ্গেই কেরলের ওয়েনাড লোকসভা কেন্দ্র থেকেও প্রার্থী হচ্ছেন রাহুল গাঁধী। রবিবার সাংবাদিক বৈঠক করে দলপতি রাহুলের ওয়েনাড কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার কথা জানান কংগ্রেস নেতা একে অ্যান্টনি।





এদিন কেরল থেকে রাহুল গাঁধীর প্রার্থী হওয়া নিয়ে সাংবাদিকদের কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হয় কংগ্রেস নেতৃত্বকে। জয়ী আসন থেকে জেতার বিষয়ে আত্মবিশ্বাসী নন, সেকারণেই কি অমেঠির পাশাপাশি ওয়েনাড থেকে প্রার্থী হচ্ছেন কংগ্রেস সভাপতি? উত্তরে দলের মুখপাত্র সূর্যেওয়ালা পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, “মোদিজি কেন গুজরাত ছেড়ে বারাণসী থেকে লড়তে এলেন? গুজরাতে জেতার বিষয়ে তিনি কি আত্মবিশ্বাসী ছিলেন না? এমন মন্তব্য একেবারেই শিশুসুলভ।” একই সঙ্গে প্রত্যয়ী কংগ্রেস নেতা সূর্যেওয়ালা জানান, এবারও অমেঠি থেকে রাহুল গাঁধীর জয় নিশ্চিত। এবং স্মৃতি ইরানি আবারও হারছেন।





এখন প্রশ্ন কেন সিপিএম শাসিত কেরল থেকেই প্রার্থী হলেন রাহুল? বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, ভোট মানচিত্রে কেরলের এই লোকসভা কেন্দ্র বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ২০১৪ সালেই প্রথম এই লোকসভা কেন্দ্র গঠিত হয়। এবং জন্মলগ্ন থেকেই এই কেন্দ্র নিজেদের দখলে রেখেছে কংগ্রেস। এবার এই কেন্দ্রেই প্রার্থী দলের সভাপতি।  ওয়েনাড কেন্দ্র থেকে বামফ্রন্ট এবার প্রার্থী করেছে মলপ্পুরমের সিপিআই জেলা সম্পাদক পিপি সুনীরকে। এখনও পর্যন্ত প্রার্থী দেয়নি বিজেপি।


২০১৪ সালের নির্বাচনে এই কেন্দ্র থেকে জিতেছিল কংগ্রেসই। ভোটের শতাংশ ছিল ৪১.২১। বাম প্রার্থী পেয়েছিলেন ৩৮.৯২ শতাংশ ভোট। বিজেপি এখানে ১০ শতাংশ ভোটও পায়নি। উল্লেখ্য, ২০০৯ সালেও এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিল কংগ্রেস প্রার্থী।