নয়াদিল্লি: এবারের আইপিএল-এ প্রথম টাই ম্যাচের সাক্ষী থাকলেন ফিরোজ শাহ কোটলার দর্শকরা। টানটান উত্তেজনার ম্যাচে সুপার ওভারে কলকাতা নাইট রাইডার্সকে তিন রানে হারিয়ে দিল দিল্লি ক্যাপিটালস। সুপার ওভারে দিল্লি প্রথমে ব্যাটিং করে এক উইকেট হারিয়ে ১০ রান করে। জবাবে এক উইকেটে সাত রান করে কেকেআর। ফলে রুদ্ধশ্বাস জয় পায় দিল্লি। শেষ ওভারে দুর্দান্ত বোলিং করে দলকে জেতালেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা।


এর আগে এই ম্যাচে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৮৫ রান করে কেকেআর। ইডেনের পর ফিরোজ শাহ কোটলাতেও আন্দ্রে রাসেলের দাপট অব্যাহত থাকে। চাপের মুখে ব্যাটিং করতে নেমে মাত্র ২৮ বলে ৬২ রান করেন এই ক্যারিবিয়ান। তাঁর ইনিংসে ছিল ৬টি ছক্কা ও চারটি বাউন্ডারি। কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক দীনেশ কার্তিকও করেন ৫০ রান। এই দুই ব্যাটসম্যানের সৌজন্যে ৬১ রানে ৫ উইকেট অবস্থা থেকে লড়াইয়ের মতো রান করতে পারে কেকেআর।



এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক শ্রেয়াস আয়ার। শুরু থেকেই উইকেট হারাতে থাকে কেকেআর। একে একে ফিরে যান নিখিল নায়েক (৭), ক্রিস লিন (২০), রবিন উথাপ্পা (১১), নীতীশ রানা (১), শুভমান গিল (৪)। এরপর রাসেল ও কার্তিকের জুটি দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে।

রান তাড়া করতে নেমে তরুণ ওপেনার পৃথ্বী শ-র ৫৫ বলে ৯৯ রানের অসাধারণ ইনিংসের সুবাদে জয়ের কাছাকাছি পৌঁছে যায় দিল্লি। নিশ্চিত শতরান হাতছাড়া করেন পৃথ্বী। দিল্লির অধিনায়ক শ্রেয়াস আয়ার করেন ৪৩ রান। ৬ উইকেটে ১৮৫ রান করে দিল্লি। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। শেষপর্যন্ত অবশ্য দলকে জেতাতে পারলেন না রাসেল।