নয়াদিল্লি: প্রিয়ঙ্কা-নিকের সম্পর্কে ভাঙন? প্রশ্নটা এখন বলিপাড়ার আনাচে-কানাচে। একটি আন্তর্জাতিক ট্যাবলয়েড দাবি করেছে, প্রিয়ঙ্কা আর নিকের নাকি মোটেই বনিবনা হচ্ছে না। তারপর থেকেই এই গুঞ্জন। তবে শত্রুর মুখে ছাই দিয়ে, যুগলে যে বেশ আছেন, তার প্রমাণ, তাঁদের মিয়ামিতে ছুটি কাটানোর এইসব ছবি আর ভিডিওগুলি। বর্তমানে মিয়ামিতে ছুটি কাটাচ্ছেন নিক-প্রিয়ঙ্কা।আছেন জোনাস পরিবারের অনেকেই। সেখানে তাঁরা রীতিমতো পার্টি করছেন, হুল্লোড় করছেন আর ভক্তদের কাছে পৌঁছে দিচ্ছেন সেই সব ছবি। প্রিয়ঙ্কা-নিকের ইনস্টাগ্রাম-টুইটার সম্প্রতি এইসব ছবিতে ভর্তি।



দেখুন, মার্কিন মিউজিশিয়ান স্টিভ অওকির সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা প্রিয়ঙ্কা-নিকের এই ছবিগুলি। দেখুন, কীভাবে চুটিয়ে স্টিভের কনসার্ট উপভোগ করছেন তাঁরা। স্টিভের কনসার্টে শ্রোতাদের উদ্দেশে কেক ছুড়ে দেন পিগি চপস। আর তাতে আপ্লুত হয়ে যায় সবাই। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।



জোনাস পরিবারের সঙ্গে স্টিভ এই ছবিটি তোলেন ও ইনস্টাগ্রামে শেয়ার করেন।


দিনকয়েক আগে মিয়ামি থেকে নিক ও জো জোনাসের সঙ্গে ছুটি কাটানোর ভিডিও শেয়ার করেন পিগি চপস। সেখানে একটি জনপ্রিয় হিন্দি গানের সঙ্গে তাল মেলাতে দেখা যায় তাঁদের।