কৃষ্ণনগর: বিজেপি প্রার্থী অমৃতা রায়কে হারিয়ে ফের একবার কৃষ্ণনগর থেকে জয়ী হলেন মহুয়া মৈত্র। ভোটের আগে তাঁর সাংসদ পদ বাতিল হয়েছিল। ফের একবার তাঁকে সংসদে পাঠাল কৃষ্ণনগর। এবার তাঁর বিরুদ্ধে ছিলেন বিজেপি প্রার্থী কৃষ্ণনগরের রাজমাতা অমৃতা রায়, সিপিএম প্রার্থী এস এম শাদি। প্রথম দিকে মহুয়া মৈত্র পিছিয়ে থাকলেও, ইভিএম কাউন্টিং শুরু হওয়ার পর থেকেই মহুয়া এগোতে থাকেন। তারপর আস্তে আস্তে বাড়তি থাকে ব্যবধান। শেষ খবর পাওয়া অনুযায়ী, কৃষ্ণনগর থেকে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র জিতেছেন ৫৭ হাজার ৮৩ ভোটে।
কেন্দ্রের হাল হকিকত
নদিয়া জেলার সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র। এর অন্তর্গত বিধানসভা কেন্দ্রগুলি হল তেহট্ট, পলাশিপাড়া, কালীগঞ্জ,নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর, কৃষ্ণনগর দক্ষিণ। এবারও সেখানে তৃণমূল মহুয়া মৈত্রর উপরই আস্থা রাখে। ভোটের আগে মহুয়া মৈত্রর (Mahua Moitra )সাংসদ পদ খারিজ হয়ে যায়। তারপর জেলা সভাপতির দায়িত্ব তাঁর হাতে তুলে দেয় তৃণমূল। এবার তাই দিনভর এলাকায় এলাকায় মিটিং, মিছিল, রোড শো করেছেন মহুয়া মৈত্র। সন্ধে নামলেই কৃষ্ণনগর পুরসভা এলাকার বাসিন্দাদের দুয়ারে পৌঁছে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী। যদিও বিরোধী পক্ষ তাঁকে আক্রমণ করতে ছাড়েনি। '২ লক্ষ ভোটে হারবেন, কাপড় গুছিয়ে রাখুন' , মহুয়া মৈত্রকে তীব্র কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী।
কৃষ্ণনগরে বিজেপির তুরুপের তাস রাজা কৃষ্ণচন্দ্র রায়ের পরিবারের সদস্য অমৃতা রায়। তাঁকে কৃষ্ণনগরের ‘রাজমাতা’বলে সম্বোধন করেছে বিজেপি। অমৃতা রায়কে প্রার্থী করা নিঃসন্দেহে বিজেপির চমক। প্রার্থী ঘোষণার পর নরেন্দ্র মোদি ফোনে কথাও বলেন তাঁর সঙ্গে। নদিয়ায় তাঁর হয়ে প্রচারে গিয়েছিলেন নরেন্দ্র মোদি স্বয়ং। এই কেন্দ্রে বাম প্রার্থী ছিলেন এসএম সাদি।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর লোকসভা আসনে জিতেছিল তৃণমূল । এবার চোখ রাখা যাক ২০১৯ এর বিধানসভা নির্বাচনে। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্র । সেই বিধানসভা ভোটে এর মধ্যে ৬টি আসনেই জয় ছিনিয়ে নিয়েছিল তৃণমূল। শুধুমাত্র কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে জিতেছিল বিজেপি। সেই আসনে জয়ী হয়েছিলেন মুকুল রায়। তিনি পরে তৃণমূলে যোগ দেন।
রাজ্যের ৪২ আসনের রায় কার পক্ষে, কার বিপক্ষে? ভোট গণনার লেটেস্ট আপডেট
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে