হাওড়া ও কলকাতা: মন্ত্রিত্ব ছাড়ার পর রাজীব বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যত নিয়ে অব্যাহত রয়েছে জল্পনা। এর মধ্যেই প্রাক্তন বনমন্ত্রী ও বৈশালী ডালমিয়াকে ফের দলে আসার আহ্বান জানাল বিজেপি। পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।
প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, ছাত্রদের বলেছি, সিঁড়ি ভেঙেই উঠতে হয়, ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে যেতে হয়।
মন্ত্রিত্ব ছাড়ার পর প্রথমবার মুখ খুলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়।এখনও বিধায়ক পদ ও তৃণমূলের সদস্যপদ ছাড়েননি। তবে রাজনীতির সিঁড়ি ভাঙা অঙ্কে জিইয়ে রাখলেন ভবিষ্যত অবস্থান নিয়ে জল্পনা! তিনি বলেছেন, দলের নিষ্ঠাবান কর্মী। দলের বিধায়ক এখনও আছি...ভবিষ্যতে কী হবে জানি না।
তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, সমুদ্র থেকে এক বালতি জল তুলে নিলে কারো কিছু যায় আসে না।
এই প্রেক্ষাপটে শনিবার কোনও রকম রাখঢাক না করেই তৃণমূলের দুই বিধায়ককে দলে আসার আহ্বান জানায় বিজেপি।
রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেছেন, রাজীব বন্দ্যোপাধ্যায়ের মত সৎ লোক যদি, বিজেপিতে আসেন তাহলে স্বাগত...বিজেপির শক্তি বাড়বে...আমি গতকাল বৈখাশী ডালমিয়াকে ফোন করেছিলাম, দলে আসার জন্য জানিয়েছি।
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শনিবার বলেছেন, গতকাল একটা উইকেট পড়েছে, একটা হিট উইকেট হয়েছে, ভবিষ্যতে আরও হবে...হতে পারে ৩০ তারিখ জয়েনিং।
রাজীব বন্দ্যোপাধ্যায়ের ইস্তফার কয়েক ঘণ্টার মধ্যেই তৃণমূল থেকে বহিষ্কৃত হন বালির বিধায়ক বৈশালী ডালমিয়া। বিজেপিতে যোগদানের প্রস্তাব নিয়ে সরাসরি কিছু না বললেও এদিন বৈশালী জানিয়েছেন, এখনও তৃণমূলের তরফে বহিষ্কারের চিঠি পাননি।
বৈশালীর পাশে দাঁড়িয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। সদ্যপ্রাক্তন মন্ত্রী বলেছেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা, তিনি এমন কোনও কথা বলেননি, যার জন্য বহিষ্কার করতে হবে...এমন কিছু সতীর্থ আছেন, যাঁরা এমন মন্তব্য করেছেন...তাঁদের সতর্ক পর্যন্ত করা হয়নি...সবই মানুষ দেখছেন, মানুষ বিচার করবেন।
পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, পঞ্চায়েতে যে দলের প্রার্থীকে হারায় সে গদ্দার।
তৃণমূলের দ্বন্দ্ব নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকার বলেছেন, রাজীবকে গদ্দার বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি কী বলবেন, ওদের নেত্রীই তো কংগ্রেস ছেড়ে এসেছেন।
সব মিলিয়ে হাওড়ার দুই বিধায়কের রাজনৈতিক ভবিষ্যত নিয়ে অব্যাহত রয়েছে জল্পনা। তুঙ্গে তরজা।
বৈশালীর বহিষ্কার দুঃখজনক, বালির বিধায়কের পাশে দাঁড়িয়ে মন্তব্য রাজীব বন্দ্যোপাধ্যায়ের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Jan 2021 09:48 AM (IST)
মন্ত্রিত্ব ছাড়ার পর রাজীব বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যত নিয়ে অব্যাহত রয়েছে জল্পনা। এর মধ্যেই প্রাক্তন বনমন্ত্রী ও বৈশালী ডালমিয়াকে ফের দলে আসার আহ্বান জানাল বিজেপি। পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -