নয়াদিল্লি: গুরুতর অসুস্থ হয়ে দিল্লির এইমসে ভর্তি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। গতকাল রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স থেকে বিকেল সাড়ে ৫টা নাগাদ কার্ডিয়াক অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয় বিমানবন্দরে। আরজেডি নেতার জন্য রাঁচি বিমানবন্দর পর্যন্ত গ্রিন করিডর করা। এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে উড়িয়ে নিয়ে আসা হয় দিল্লিতে। এইমসের কার্ডিয়ো নিউরো সেন্টারে ভর্তি করা হয় তাঁকে।
জানা গিয়েছে, শুক্রবার থেকে লালু প্রসাদ যাদবের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। তাঁর সঙ্গে দেখা করতে যান ছেলে তেজস্বী যাদব। তিনি জানান, রক্তচাপ বেড়েছে। ঠিকমতো কাজ করছে না কিডনি। ফুসফুসে জল জমেছে। নিউমোনিয়ার আশঙ্কা থাকছে। তাঁর কথায়, আমরা আরও ভাল করে চিকিৎসা করাতে যাই। তাঁকে পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা। পরীক্ষার সব রিপোর্ট পেয়ে তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, ক্রিয়েটিনিনের মাত্রা স্থিতিশীল নয়। বেড়েছে কিডনির সমস্যাও। ২৫ শতাংশ কাজ করছে কিডনি। এছাড়া ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের সমস্যাও রয়েছে। রাঁচির হাসপাতালে চিকিৎসা হলেও দ্রুত অবস্থার অবনতি হচ্ছিল আরজেডি সুপ্রিমোর। রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স ডিরেক্টর ডা. কামেশ্বর প্রসাদ বলেন, গত দুদিন ধরে তাঁর শ্বাসকষ্টের সমস্যা হয়। নিউমোনিয়ার আশঙ্কাও করা হচ্ছে। তাই তাঁকে দিল্লির এইমসে স্থানান্তরিত করা হয়।
উল্লেখ্য, গত নভেম্বর মাসে রাঁচি ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে লালু ভর্তি হন। ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ থেকে কিডনির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। তাঁর কিডনির অবস্থার উন্নতি না হলে ডায়ালিসিসের প্রয়োজন হতে পারে বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। তাঁরা আরও জানান, করোনা পরিস্থিতি না হলে লালুকে এইমসে পাঠানো হত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেটা সম্ভব হচ্ছে না। তাই রাঁচিতেই তাঁর চিকিৎসা চলবে। কিন্তু গতকাল তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তাই বাধ্য হয়েই নিয়ে আসতে হয় এইমসে।
এইমসে স্থানান্তর লালু প্রসাদ যাদবকে , নিউমোনিয়ার আশঙ্কা চিকিৎসকদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Jan 2021 07:53 AM (IST)
জানা গিয়েছে, শুক্রবার থেকে লালু প্রসাদ যাদবের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। তাঁর সঙ্গে দেখা করতে যান ছেলে তেজস্বী যাদব। তিনি জানান, রক্তচাপ বেড়েছে। ঠিকমতো কাজ করছে না কিডনি। ফুসফুসে জল জমেছে। নিউমোনিয়ার আশঙ্কা থাকছে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -