কলকাতা: তেলেগু দেশম পার্টির (টিডিপি) সাংসদ পেমমাসানি চন্দ্রশেখর (Pemmasani Chandrasekhar) রবিবার নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে মোদির তৃতীয় দফার মন্ত্রিসভার সদস্য হিসেবে জায়গা পেলেন।
নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে শপথ নিলেন পেমমাসানি চন্দ্রশেখর। ৫৪৩ জন নির্বাচিত প্রতিনিধির মধ্যে তিনি সবচেয়ে ধনী সাংসদ। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণের দিন বাকি মন্ত্রীদের সঙ্গে টিডিপির দুই সাংসদ শপথগ্রহণ করলেন। একজন পেমমাসানি চন্দ্রশেখর। অন্যজন রাম মোহন নাইডু।
লোকসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার সময় প্রার্থীরা নথি জমা দিয়েছিলেন। সেই বিবরণের উপর ভিত্তি করে দেখা গিয়েছে টিডিপি নেতা পেমমাসানি চন্দ্রশেখর এই লোকসভার সবচেয়ে ধনী সাংসদ (Richest MP)। তাঁর পরেই রয়েছেন তেলেঙ্গানার বিজেপি নেতা কোন্ডা বিশ্বেশ্বর রেড্ডি৷
পেমমাসানির নির্বাচনী হলফনামা অনুসারে, তিনি ৫৭০৫ কোটি টাকার সম্পদ ঘোষণা করেছেন। তিনি একজন চিকিৎসক। তাঁর নিজের নামে ২০০০ কোটি টাকার সম্পদ রয়েছে। তাঁর স্ত্রী কোনেরু শ্রীরথনার নামে ২০০০ কোটি টাকার বেশি মূল্যের সম্পদ রয়েছে। তাঁর ছেলে অভিনব এবং মেয়ে সহস্রার প্রত্যেকের প্রায় ৫০০ কোটি টাকার সম্পত্তি রয়েছে (Pemmasani Chandrasekhar assets)।
কী ভাবে এত সম্পদ?
পেমমাসানি চন্দ্রশেখর কিছু সাক্ষাত্কারে জানিয়েছেন তিনি কীভাবে এত সম্পদ অর্জন করেছিলেন। এবিপি দেশমের একটি প্রতিবেদন অনুসারে, তিনি তেনালির কাছে বুরি পালেমে একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ১৯৯৩-৯৪ সালে ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ে ডাক্তারি পড়ার জন্য সুযোগ পান। এর পরে তিনি বিদেশে চলে যান সেখানে ডাক্তারিতে উচ্চশিক্ষা নেন। ২০০০ সালে আমেরিকায় থিতু হওয়ার আগে কিছু ব্যবসা শুরু করেন। তিনি বছর পাঁচেক জনস হপকিন্স ইউনিভার্সিটিতে মেডিকেল টিচিং ফ্যাকাল্টি হিসেবেও কাজ করেছেন। কাজ করেছেন বাল্টিমোরের সিনাই হাসপাতালেও।
এবিপি দেশমের প্রতিবেদন অনুযায়ী, পেমমাসানি মেডিকেল নোট তৈরি করেন এবং "কম দামে" তা শিক্ষার্থীদের কাছে পৌঁছন। তাঁর নোটগুলি জনপ্রিয় হয়েছিল। তিনি এড-টেক প্ল্যাটফর্ম UWorld প্রতিষ্ঠা করেন। যা মূলত আমেরিকার উচ্চস্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রশিক্ষণ দেয়। নার্সিং, ফার্মেসি, আইন, ব্যবসা এবং অ্যাকাউন্টিংয়ের জন্য লাইসেন্সিং পরীক্ষার প্রশিক্ষণ প্রদান করে ওই সংস্থা। তিনি পেমমাসানি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, অনাবাসী ভারতীয়দের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে থাকেন। ২০০০ সালে তিনি আমেরিকার যুব উদ্যোগপতি হিসেবে Ernst and young পুরস্কার পান।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: রাজ্য থেকে মাত্র ২! মোদির মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী সুকান্ত-শান্তনু