‘খারাপ মানের খাবারের’ ভিডিও পোস্ট করেছিলেন সোস্যাল মিডিয়ায়, বারাণসীতে মোদির বিরুদ্ধে প্রার্থী বরখাস্ত বিএসএফ জওয়ান তেজ বাহাদুর
Web Desk, ABP Ananda | 30 Mar 2019 06:49 PM (IST)
চন্ডীগড়: বারাণসীতে নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন ২০১৭-য় প্রকাশ্যে বিএসএফে খারাপ মানের খাবার সরবরাহের অভিযোগ তুলে হইচই ফেলে দেওয়া সীমান্তরক্ষী বাহিনীর কনস্টেবল তেজ বাহাদুর যাদব। ২০১৪-র পর এবারও বারাণসীতে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী। হরিয়ানার রেওয়ারিতে সাংবাদিকদের তেজ বাহাদুর নির্দল হিসাবে তাঁর বিরুদ্ধে লড়াইয়ে নামার সিদ্ধান্ত জানিয়েছেন। ২০১৭-য় সোস্যাল মিডিয়ায় তাঁর পোস্ট করা একটি ভিডিও ঝড় তুলেছিল। ভিডিওতে তিনি দাবি করেন, জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় পাহাড়ি, চরম প্রতিকূল আবহাওয়ায় থাকতে হয় তাঁদের। কিন্তু বাহিনীতে তাঁদের যা খাবার খেতে দেওয়া হয়, তা খারাপ মানের, অস্বাস্থ্যকর। এজন্য শৃঙ্খলাভঙ্গের দায়ে তাঁকে বরখাস্ত করা হয়। বাহিনীতে দুর্নীতি দূর করার উদ্দেশ্য নিয়েই তিনি খোদ মোদির বিরুদ্ধে ভোটে লড়ছেন বলে জানিয়েছেন তেজ বাহাদুর। বলেছেন, দুর্নীতি ফাঁস করেছি, কিন্তু আমায় বরখাস্ত করা হয়। বাহিনী থেকে দুর্নীতিকে বিদেয় করে তাকে শক্তিশালী করাই আমার প্রথম লক্ষ্য।