কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: আশুতোষ কলেজের সরস্বতী পুজোয় সামিল হলেন তৃণমূল নেতা মদন মিত্র। কলেজের প্রাক্তনী সেলফি তুললেন বর্তমান পড়ুয়াদের সঙ্গে। দিলেন অঞ্জলি। সরস্বতীর সামনেই উঠল ‘খেলা হবে’ স্লোগান। অঞ্জলি দেওয়ার ফাঁকে এবিপি আনন্দর ক্যামেরার সামনে গানও ধরলেন মদন মিত্র।
এদিন মদন মিত্রর পরনে ছিল হলুদ রঙের পাঞ্জাবি ও লাল রঙের ধুতি। তিনি বলেন, ‘কলেজ মানে ছাত্রধারা বয়ে চলে। যৌবন। এখানে দাঁড়ালে নস্ট্য়ালজিক হয়ে পড়ি। কারণ, এরা কো-এডের সুযোগ পেয়েছে। আমরা সেটা পাইনি। আমাদের সময় ক্রাশ কাকে বলে জানতাম না। সকালে উঠে করতাম ব্রাশ আর হওয়ার চেষ্টা করতাম ক্রাশ। কখন যোগমায়ার ছুটি হবে, তার জন্য চলে আসতাম।’
আশুতোষ কলেজের প্রাক্তনী মদন মিত্রকে ঘিরে ছিলেন বর্তমান ছাত্র-ছাত্রীরা। কারও মুখেই ছিল না মাস্ক। এ বিষয়ে মদন মিত্র বলেন, ‘দিল্লি যখন ঠিক করেছে আমাদের ভ্যাকসিন কম দেবে, তখন মমতা চ্যালেঞ্জ করেছে, এখানে করোনাই আটকে দেবে। সেই কারণে করোনায় মৃত্যু বন্ধ হয়ে গেছে। আর আজকের যে শ্বাস-প্রশ্বাস, এটা হচ্ছে ভালবাসার শ্বাস-প্রশ্বাস। এটা ছোঁয়াচে নয়। এটা প্রেমের, ভালবাসার শ্বাস-প্রশ্বাস তো, তাই আজ কারও কোনও ভয় নেই। আমাদের প্রত্যেকের মধ্যেই রোগ প্রতিরোধের ক্ষমতা তৈরি হয়েছে।’
সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে বিজেপিকে কটাক্ষ করে মদন মিত্র বলেন, ‘৩ সংখ্যাটা বিজেপির কাছে আনলাকি। তিন মানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। ওরা পুজো করে না। তিন মানে মা-মাটি-মানুুষ। আর তিন মানে বৃত্তটা সম্পূর্ণ হবে-১১, ১৬, ২১। এই আশুতোষ কলেজই কিন্তু বাংলা চালাচ্ছে।’