মুম্বই: নরেন্দ্র মোদিই যে ফের কেন্দ্রে সরকার গঠন করতে চলেছেন, ভোটগণনার শুরু থেকেই সেরকম ইঙ্গিত রয়েছে স্পষ্ট। আর মোদি ঝড়ের আভাস পেয়েই চাঙ্গা শেয়ার বাজার। বৃহস্পতিবার বাজার খোলার কয়েক ঘণ্টার মধ্যে সেনসেক্স ছুঁল রেকর্ড ৪০ হাজারের ঘর। এখনও পর্যন্ত যে উচ্চতায় কখনওই পৌঁছয়নি বাজার। বেড়েছে নিফটিও। ১২ হাজারের গন্ডি পেরিয়েছে।
বৃহস্পতিবার গণনা শুরু হতেই আন্দাজ করা গিয়েছিল, কেন্দ্রে গরিষ্ঠতা পাচ্ছে এনডিএ। বিরোধীদের যাবতীয় প্রতিরোধকে কার্যত হেলায় উড়িয়ে মসনদে বসার দাবিদার হিসাবে ফের উঠে এসেছে মোদির নাম। তার পরেই বাড়তে শুরু করে শেয়ার সূচক।
মঙ্গলবার কিছুটা নামার পরে বুধবার থেকেই ফের শেয়ার সূচক বৃদ্ধি পেতে শুরু করেছিল। সেনসেক্স ০. ৩৬ শতাংশ ও নিফটি ০. ২৫ শতাংশ ওঠে। রবিবার এক্সিট পোলের ফল প্রকাশিত হয়। সোমবারও শেয়ার সূচক উঠেছিল রেকর্ড পরিমাণে। বৃহস্পতিবার প্রায় সমস্ত বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস মিলিয়ে মোদি ঝড়ের ইঙ্গিত পৌঁছতেই নতুন রেকর্ড হল।
ফের কেন্দ্রে মোদি, ইঙ্গিত পেয়েই চাঙ্গা শেয়ার বাজার, সেনসেক্স ছুঁল রেকর্ড ৪০ হাজার
Web Desk, ABP Ananda
Updated at:
23 May 2019 01:11 PM (IST)
মঙ্গলবার কিছুটা নামার পরে বুধবার থেকেই ফের শেয়ার সূচক বৃদ্ধি পেতে শুরু করেছিল
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -