কলকাতা: লিখলেন অশোক ভট্টাচার্য। বৃহস্পতিবার ফেসবুকে প্রাক্তন পুরমন্ত্রীর পোস্ট মুহূর্তে ভাইরাল হল। সৌরভ গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে যোগ নিয়ে জল্পনা যখন তুঙ্গে, প্রায় প্রত্যেক দিনই কোনও না কোনও রাজনৈতিক শিবিরের নেতা তাঁকে রাজনীতিতে স্বাগত জানাচ্ছেন, তখন সৌরভ ঘনিষ্ঠ হিসাবে পরিচিত বর্ষীয়ান রাজনীতিবিদের পোস্ট অনেক জল্পনার অবসান ঘটাল বলে মনে করা হচ্ছে।
বৃহস্পতিবার অশোক ফেসবুকে লেখেন, ‘আজ দুপুরে সৌরভ ফোন করেছিল। ও জানালো ওর সম্পর্কে যা লেখা হয়েছে তা ঠিক না। রাজনীতিতে ও নেই।’ অশোক আরও লিখেছেন, ‘কথা প্রসঙ্গে শিলিগুড়ির খবর নিল। ব্রিগেডে আমাকে দেখা যায়নি কেন জানতে চাইল। বললাম, ছিলাম মাঠে, মঞ্চে নয়। আমাকে আগাম শুভেচ্ছাও জানাল। কলকাতায় এলে ওর সঙ্গে দেখা হবে বললাম।’