পূর্ব বর্ধমান: ভোটের (Lok Sabha Election 2024) মুখে গতকাল বড়সড় ধাক্কার মুখোমুখী হয়েছে রাজ্য সরকার (West Bengal Government)। ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি জনের চাকরি বাতিল করেছে হাইকোর্ট (Calcutta High Court)। ২০১৬ সালের SSC-তে নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের রায়ের পর, বিচারব্য়বস্থাকে কড়া আক্রমণ করেছিলেন তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee)। আজ ভাতারের জনসভায় ফের গর্জে উঠলেন তিনি। আজ একেবারে মমতার নিশানায় কেন্দ্রের বিজেপি সরকার (BJP Government)। চাকরি বাতিলের ইস্যুতে গেরুয়া শিবিরকেই তিনি দায়ি করেছেন। চাকরি  ইস্যুতে প্রতিশ্রুতিভঙ্গে নিশানায় রাখলেন বিজেপিকে।


এদিন মমতা বলেন,'২ কোটি চাকরি দেবে বলেছিল বিজেপি, একটি লোকও চাকরি পায়নি। বাংলায় আমরা যখন চাকরি দিই, তখন কোর্টকে দিয়ে চাকরি বাতিল করেন। কোর্ট আপনাদের আন্ডারে, রায় নিয়ে বলছি, বিচারকের সম্পর্কে বলছি না। ভুল হলে সংশোধন করে দিতাম, আমি করি না, এডুকেশন দফতর, এসএসসি, মাধ্যমিক আলাদা আছে। একটা রায় দিয়ে ২৬ হাজার চাকরি খেয়ে নিলেন, বললেন মাইনে সুদ সহ ফেরত দিতে হবে। যাঁরা রায়টা দিলেন, নাম বলছি না, সরকারি টাকায় চলবেন, সরকারি টাকা হজম করবেন, নিজের ছেলেমেয়ের চাকরি চলে গেলে কি করতেন ? আট বছর ধরে যাঁরা চাকরি করছেন, তাঁদের সম্মানহানি হয়েছে। স্কুলে শিক্ষক না গেলে বাচ্চারা বসে থাকবে, কে পড়াবে, বিজেপি পড়াবে ?'


আক্রমণ শানিয়ে মমতা আরও বলেন, 'বোমা ফাটাবি, অনেক টাকা করেছিস, ইডি-সিবিআই থেকে বাঁচতে বিজেপি করছিস। পুরুলিয়ার চাকরি কে করে দিয়েছিল, নামটা বলব। সবচেয়ে বড় কুকর্ম যে করেছে তার নাম গদ্দার। এত গুলো বাচ্চার চাকরি খেয়ে নাচছিল, এতদিন মানুষের বাঁধ ভাঙবে, তখন বুঝবি। বিজেপির সরকারকে ভেঙে দাও ভোটের মাধ্যমে। কে কী পরবে বলে দিচ্ছে বিজেপি।'


আরও পড়ুন, কীভাবে চাকরি চুরি? হাইকোর্টের রায়ে ১৭ পন্থার পর্দাফাঁস


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)