শিবাশিস মৌলিক, কলকাতা : বালুরঘাটে ( Balurghat ) গড়রক্ষা করেছেন সুকান্ত মজুমদার ( Sukanta Majumdar )। একটা সময় লড়াইতে পিছিয়ে পড়েছিলেন অনেকটাই। ১৮ ঘণ্টা পর শেষমেষ গভীর রাতে হয় ফল ঘোষণা। ১০ হাজারের কিছু ভোটে জেতেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।  তিনি জিতলেও  রাজ্যে বিজেপির ফল টার্গেটের আশেপাশেও পৌঁছয়নি।  রাজ্যে কার্যত ভরাডুবি হয়েছে বলে বিরোধীরা কটাক্ষ করে চলেছেন। অভিযোগের আঙুল উঠছে দলেবির অন্দর থেকেও। কী বলছেন সুকান্ত নিজে ? দলের খারাপ ফলের দায় কার ? 


বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, লড়াই তো কঠিন ছিলই। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে চার বার এসেছিলেন। কালও শেষ পর্যন্ত তিনি চেষ্টা করে গিয়েছেন। কলকাতায় বসে বলে দিয়েছিলেন সুকান্ত মজুমদার হেরে গেছে। রেজাল্ট ঘোষণা হয়নি, তখন উনি বলে দিলেন আমি এসে কাউন্টার করেছি। এটা হচ্ছে রাজ্য প্রশাসন, পুলিশ প্রশাসনের উপর চাপ সৃষ্টি করা ! মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন মানে সুকান্ত মজুমদারকে হারাতেই হবে। যাই হোক শেষ পর্যন্ত তা সফল হয়নি। 


ভোটের ফল বেরনোর পর থেকেই নানা জায়গা থেকে  বিরোধীদের উপর আক্রমণের অভিযোগ সামনে আসছে। সেই প্রসঙ্গে সুকান্ত বললেন, ' গণতন্ত্রে জনতার মতামতই  শেষ কথা। কিন্তু ২৯ টি আসনে জয়ের সঙ্গে সঙ্গে তৃণমূলের দায়িত্ব অনেক বেড়ে গেল।  গ্রেট পাওয়ার ব্রিংস গ্রেট রেসপনসিবিলিটি। গণতন্ত্রে বিরোধীদের আপনি থাকতে দেবেন না এটা হতে পারে না।' 


বিজেপির লক্ষ্য ছিল ৩০ টি আসন। আর সেখানে বিজেপি থেমেছে ১২ টিতে। আর তারপরই দলের বাইরে ও ভিতর থেকে আসছে সমালোচনা। কিন্তু সুকান্তর বক্তব্য, সমালোচনা করতে তো পয়সা লাগে না। যে কেউ করতেই পারেন। নোবেলজয়ীরও তো অনেকে সমালোচনা করেন। কিছু করার নেই। 


তিনি জিতলেও তৃণমূলের কাছে হেরে গিয়েছেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।  এ বিষয়ে দিলীপকে জিগ্যেস করা হলে তিনি বলেন, '২০২১ সালের পর থেকে দলের অগ্রগতি কেমন যেন থমকে গিয়েছে। ভাবা দরকার'। আর সুকান্ত বলছেন, 'দিলীপ ঘোষ প্রবীণ নেতা। তাঁর মন্তব্যের প্রেক্ষিতে কিছু বলার নেই। তবে উনি জিতলে ব্যক্তিগতভাবে খুবই আনন্দিত হতাম। দিলীপ ঘোষের হার মেনে নিতে পারছেন না আমার পরিবারের লোকজনও। আমার মা , স্ত্রী, সবাই খুবই দুঃখ পেয়েছেন। ওনার হারাটা কীর্তি আজাদের মতো মানুষের কাছে ... যিনি বাঙালি নন, বাংলা ভাষা বোঝেন না'  


শেষমেষ সুকান্তর আশা, রাজনীতিতে হাওয়া ঘুরতে বেশি সময় লাগে না। পরিবর্তন হয়। এখানেও হবে চিন্তা নেই। ' বিজেপি ২৬ এ ক্ষমতায় আসবে। ' 



আরও পড়ুন : 


নীতীশ-নায়ডুর সঙ্গে 'যোগাযোগ করছে I.N.D.I.A ও', NDA র মাথাব্যথার কারণ হতে পারে দুই N?