শিবাশিস মৌলিক, আন্তাগড় (ছত্তিশগড়) : আগামী সপ্তাহেই ছত্তিশগঢ়ে বিধানসভা ভোট (Chhattisgarh Assembly Election)। তার আগে ছত্তিশগঢ়ের বাঙালি অধ্যুষিত এলাকায় বিজেপির হয়ে ভোটপ্রচার সারলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। 'মিনি বাংলা' বলে পরিচিত আন্তাগড়ে ভোটপ্রচার সারলেন তিনি। হিন্দির পাশাপাশি, বাংলাতেও ভাষণ দিলেন শুভেন্দু অধিকারী।


এদিন ছত্তিশগঢ়ের রাজধানী রায়পুর (Raipur) থেকে হেলিকপ্টারে আন্তাগড়ের বান্দে-তে যান শুভেন্দু অধিকারী। তার আগে, হেলিপ্যাডে দাঁড়িয়েই কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তিনি। শুভেন্দু বলেন, 'ছত্তিশগঢ়ে এবার পরিবর্তন হচ্ছেই। আজ এই বিধানসভাতেই ভূপেশ বাঘেলের সভা ছিল। আমি তো অনামী নেতা, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোয় এক দু'জন চেনে। আমার সভায় যা লোক হয়েছে মুখ্যমন্ত্রীর সভায় তার তিন ভাগের একভাগ লোক।'


ছত্তিশগঢ়ে ভোটপ্রচারেও শুভেন্দু অধিকারীর মুখে উঠে আসে বাংলা, তৃণমূল, ও ইন্ডিয়া প্রসঙ্গ। তৃণমূল ও কংগ্রেসকে একযোগে আক্রমণ শানালেন শুভেন্দু। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা বলেন, 'মমতা দিদি, রাহুল বাবা সব সনাতন ধর্মকে খিলাফ আওয়াজ উঠাতা হ্যায়। সনাতন ধর্ম কি করোনা নাকি? এরা দুর্নীতি করবে তোষণ করবে একটাই সম্প্রদায়ের জন্য। ইন্ডিয়া জোটের একটাই লক্ষ্য মোদিজিকে হঠানো।'


প্রসঙ্গত, ছত্তিশগঢ়ের মিনি বাংলা আন্তাগড় বিধানসভা কেন্দ্রে এবার লড়াই চতুর্মুখী। কংগ্রেস-বিজেপির পাশাপাশি লড়াইয়ে রয়েছে আম আদমি পার্টিও। বিদায়ী বিধায়ক অনুপ নাগকে এবার টিকিট দেয়নি কংগ্রেস। তিনি লড়াই করছেন নির্দলের হয়ে। এদিকে, ২০১৮ সালে পরাজিত হলেও বিক্রম উশুন্ডির ওপরেই ভরসা রেখেছে বিজেপি। নির্দলের হয়ে ভোটের ময়দানে ফিরেছেন প্রাক্তন বিধায়ক মন্তুরাম পওয়ার। 


শুক্রবার ছত্তিশগঢ়ের আন্তাগড় বিধানসভার পাখামজোরে জনসভা ছিল ভূপেশ বাঘেলের। এই বিধানসভারই বান্দেতে এদিন জনসভা করেন শুভেন্দু অধিকারী। তিনি মঞ্চে বক্তব্য রাখার কয়েক মিনিট আগেই নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে বিজেপি। এদিকে, শনিবার ছত্তিশগঢ়ে বিধানসভা ভোটের প্রচারে যাচ্ছেন অধীর চৌধুরীও। 


কিন্তু হঠাৎ ছত্তিশগঢ়ের আন্তাগড়েই কেন জনসভা করলেন শুভেন্দু অধিকারী ? আন্তাগড়ে প্রায় ৬৮ শতাংশ ভোটারই বাঙালি। আন্তাগড় ছাড়াও ছত্তিশগঢ়ের ২০ টি বিধানসভায় বাঙালিরাই ভোটের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আর রাজ্যের বিরোধী দলনেতাকে ভোটমুখী পড়শি রাজ্যের ভোটপ্রচারে নিয়ে যাওয়ার পর প্রশ্ন উঠছে, গেরুয়া শিবিরে কী আরও গুরুত্ব বাড়ছে শুভেন্দু অধিকারীর ?        


আরও পড়ুন- কথায় কথায় মমতার নাম নিয়ে টানাটানি কেন ? জ্যোতিপ্রিয়কে আক্রমণ কল্যাণের