ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : রোজভ্যালি কাণ্ডে একসময় গ্রেফতার হয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এবার সেই খাতা আবার খোলানোর ব্যবস্থা করবেন বলে হুঁশিয়ারি দিলেন তাপস রায়। শুধু সুদীপই নয় প্রয়াত তৃণমূল নেতা সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডের বিরুদ্ধেও কেন্দ্রীয় এজেন্সিকে সরাসরি চিঠি দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তাপস রায়। সোমবার কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় সাংবাদিক সম্মেলনে এই দুজনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তিনি প্রশ্ন তোলেন কেন রোজভ্যালি কেস ওপেন হবে না ?
২০১৭ সালে রোজভ্যালিকাণ্ডে গ্রেফতার হন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। গ্রেফতারির পর, তাঁকে সোজা ভুবনেশ্বরে নিয়ে চলে যায় CBI। রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর থেকে আর্থিকভাবে লাভবান হওয়া, জভ্যালির টাকায় বিদেশ ভ্রমণ এই চিটফান্ড সংস্থার টাকাতেই বিলাসবহুল গাড়ি কেনার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে এমনও দাবি করা হয় যে, নিজের সাংসদ প্যাডে সুদীপের করা সুপারিশেই গৌতম কুণ্ডুর ছেলে পার্ক স্ট্রিটে সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলে ভর্তি হয়। এর প্রায় সাড়ে ৪ মাস পর তাঁকে শর্তসাপেক্ষে জামিন দেয় ওড়িশা হাইকোর্ট।
অন্যদিকে, একসময় রোজভ্যালিকাণ্ডে শ্রেয়া পাণ্ডেকে তলব করে ED। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে দাবি করা হয়, রোজভ্যালির অ্যাকাউন্ট থেকে প্রায় ৫০ লক্ষ টাকা ট্রান্সফার হয়েছে শ্রেয়া পাণ্ডের অ্যাকাউন্টে। এরপর রোজভ্যালিকাণ্ডে,কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI-র জমা দেওয়া চার্জশিটেও নাম ছিল শ্রেয়া পাণ্ডের।
এবার এই দুজনকে একযোগে হুঁশিয়ারি দিলেন তাপস। বললেন, 'সুদীপ ব্যানার্জি আর শ্রেয়া পাণ্ডে একটা জায়গাতেই মিল আছে। দুজনেই রোজভ্যালি কেলেঙ্কারিতে যুক্ত।একজন বেলে আছে। আর একজন চার্জশিটে। সেটাও কিন্তু আমার হাতে আছে। আমি সিবিআইকে এবং ইডিকে চিঠি লিখব।'
আরও পড়ুন :
দুপুরে অসহ্য হবে গরম, কোন কোন জেলায় বেশি গরমের আশঙ্কা?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
তিনি প্রশ্ন তোলেন, 'রোজভ্যালি মামলায় কেন ফের জিজ্ঞাসাবাদ করা হবে না সুদীপকে। সুদীপ বন্দ্যোপাধ্যায় আমার বাড়িতে ইডি পাঠিয়েছিল, আমি ছেড়ে দেব?'হুঙ্কার কলকাতা উত্তরের বিজেপি প্রার্থীর তাপস রায়ের। এখন দেখার কলকাতা উত্তরের দুই প্রার্থী দ্বৈরথ কতদূর এগোয়।