নয়াদিল্লি: 'এই ভোটে জাতপাতের ভিত্তিতে ভাগাভাগির অনেক চেষ্টা হয়েছে, বিভেদের রাজনীতির বিরুদ্ধে ভোট দিয়েছে মানুষ'। মধ্যপ্রদেশ (Madhyapradesh), রাজস্থান (Rajasthan) ও ছত্তীসগঢ়ে (Chhattisgarh) বিশাল সাফল্য পর বিজেপির (BJP) সদর দফতর থেকে এমনই মন্তব্য করলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ দিন বক্তব্যের শুরুতেই জাতপাতের প্রসঙ্গ তুলে সরব হয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন,  ''এই ভোটে জাতপাতের ভিত্তিতে ভাগাভাগির অনেক চেষ্টা হয়েছে, ভাগাভাগির বিরুদ্ধেই মানুষ ভোট দিয়েছেন। নারী, যুব, কৃষক, গরিব-এরাই ভারতের ৪ জাতি'। তাঁর কথায়, 'এই জয় নারীশক্তি, যুবশক্তি, কৃষিশক্তি এবং গরীবের জয়'।

লোকসভা ভোটের (Loksabha Election) আগে বিজেপির জয়জয়কার। সেমিফাইনালে বিজেপির (BJP) 'ছক্কা'য় 'আউট' হয়েছে কংগ্রেস। ৪ রাজ্য়ের মধ্য়ে ৩ রাজ্য়েই সিংহাসনের পথে বিজেপি। মোদি-ঝড়ে ৩ রাজ্য়ে দাঁড়াতেই পারেনি কংগ্রেস। মোদিতেই পূর্ণ আস্থা রেখেছে হিন্দি বলয়। 'হাত'-এ ভরসা রেখেছে শুধু তেলঙ্গানাই। মোদি ঝড়ে দক্ষিণের পার্টিতে পরিণত হল কংগ্রেস।