করুণাময় সিংহ, মালদা: মালদা-ইংরেজবাজার (Malda Englishbazar) পঞ্চায়েত সমিতির (Panchayat Samiti) বিজেপির (BJP) প্রার্থী নিমাই সিংহের ভাই প্রসেনজিত সিংহকে অপহরণ (Brother Of করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অপহরণের অভিযোগ এনেছে বিজেপি।


যা জানা গেল...
ইংরেজবাজার থানার মহারাজপুর এলাকায় বিজেপি প্রার্থী নিমাই সিংহের বাড়ি। তাঁর বাড়িতে দুষ্কৃতীরা চড়াও হয়েছিল বলে অভিযোগ। নিমাই সিংহকে না পেয়ে তাঁর ভাই প্রসেনজিৎ সিংহকেই অপহরণ করা হয়, দাবি পরিবারের। বাড়ির থেকে একটু দূরে স্থানীয় কয়েকজনের সঙ্গে গল্প করছিলেন প্রসেনজিৎ। সেই সময় একটি চার চাকার গাড়ি আসে। সেখান থেকেই কয়েকজন দুষ্কৃতি প্রসেনজিৎ সিংহকে জোরপূর্বক অপহরণ করে বলে খবর। ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে সিংহ পরিবার। মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন, 'অভিযোগ পেয়েছি। খতিয়ে দেখা হচ্ছে।' যদিও এই ঘটনায় তৃণমূলের যোগ অস্বীকার করেছে শাসক শিবির।

কোচবিহারে বিজেপি প্রার্থীর দেওর খুন...
গত কালই বিজেপি প্রার্থীর দেওরকে (Relative Of BJP Candidate) বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুনের অভিযোগে তোলপাড় হয়েছিল কোচবিহারের দিনহাটা। নিহতের নাম শম্ভু দাস। মৃতের বৌদি বিশাখা দাস দিনহাটার কিসামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের ১৪৯ নম্বর বুথের বিজেপি প্রার্থী । পরিবারের অভিযোগ, গত শনিবার রাতে কয়েক জন এসে তাঁর দেওরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর ওই যুবককে ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয়। ব্যক্তিগত আক্রোশ নাকি, রাজনৈতিক কারণে খুন, তা এখনও স্পষ্ট নয়। এই নিয়ে পঞ্চায়েত ভোটের আগে ৯ দিনে ৭টি খুনের ঘটনা ঘটল। দিনহাটার ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ এনেছে বিজেপি। যদিও দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহর দাবি, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। সন্ত্রাস ছড়াচ্ছেন উদয়ন, অভিযোগ বিজেপির। পরে নিহতের বাড়িতে যান নিশীথ প্রামাণিক (Nishith Pramanik)। কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগ, দলদাসে পরিণত হয়েছে পুলিশ (Police)। বলেন, 'পরপর আমার গাড়িতে হামলা হয়েছে। যেখানে কেন্দ্রীয় মন্ত্রীকে খুনের চক্রান্ত, সেখানে সাধারণ মানুষেরও নিরাপত্তা নেই। রাজনৈতিক কারণে খুন, তাও বলা হচ্ছে পরকীয়ার কারণে খুন। আগে থেকে পুলিশ গল্প তৈরি করে রেখেছে। অরাজকতা চলছে, গরিমা হারাচ্ছে বাংলা। দিনহাটায় বিজেপির ২ জনকে খুন করল তৃণমূলের গুন্ডারা। পুলিশ নিরপেক্ষ তদন্ত করছে না, তারা নির্বিকার।'


আরও পড়ুন:কোঁকড়ানো চুল ধুয়ে পরিষ্কার করার ক্ষেত্রে কী কী নিয়ম অতি অবশ্যই মেনে চলতে হবে?