বীরভূম: বীরভূমের লাভপুরে জোটের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের দিকে। ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে লাভপুর থানা ঘেরাও কর্মসূচী সিপিএমের। লাভপুরের কাপসুন্দি গ্রামে গতকাল বাম ও কংগ্রেস সমর্থিত জোট প্রার্থীর হয়ে প্রচার করছিলেন সিপিএমকর্মীরা। অভিযোগ, তাঁদের বাধা দেন তৃণমূলকর্মীরা। এরপর রাতে চার সিপিএম সমর্থকের বাড়িতে চড়াও হয়ে তাঁদের বেধড়ক মারধর ও বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। জখম সিপিএম সমর্থকদের প্রথমে লাভপুর গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র ও পরে সিউড়ি হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
লাভপুরে জোটের প্রচারে ‘বাধা, মারধর, বাড়ি ভাঙচুর’, থানা ঘেরাও কর্মসূচী সিপিএমের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Apr 2016 06:15 AM (IST)
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -