কমলকৃষ্ণ দে, শক্তিগড়: জে পি নাড্ডার রোড শোয়ের পাল্টা তৃণমূলের মিছিলের আগেই বর্ধমানের শক্তিগড়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। আহত হলেন ৭ জন। একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে দু’পক্ষ।

শনিবার নাড্ডার রোড শো। রবিবার হল তার পাল্টা মিছিল। আর এই মিছিলের আগেই সংঘর্ষ। রবিবার এভাবেই উত্তপ্ত হয়ে উঠল বর্ধমান শহর লাগোয়া শক্তিগড়।

শনিবার বর্ধমানে রোড শো করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। রবিবার প্রায় একই রুটে পাল্টা মিছিল করে তৃণমূল। মিছিলের আগে শক্তিগড়ের বাম এলাকায় তৃণমূল ও বিজেপির সংঘর্ষ বেঁধে যায়। আহত হন উভয়পক্ষের ৭ জন। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র‍্যাফ।

বিজেপি কর্মীদের অভিযোগ, তৃণমূলের মিছিলে যেতে তাদের চাপ দেওয়া হচ্ছিল। রাজি না হওয়ায় শুরু হয় মারধর। বিকাশ মণ্ডল নামে এক বিজেপি কর্মীর অভিযোগ,  ‘তৃণমূল হুমকি দিচ্ছিল। গতকাল নাড্ডার মিছিলে গিয়েছিলাম বলে আজ তৃণমূলের মিছিলে যেতে হবে বলে চাপ দিচ্ছিল। অ্যাম্বুল্যান্স চালককেও হুমকি দিচ্ছিল। এরপর মারধর করে।’

স্থানীয় বিজেপি নেতা তন্ময় সরখেলের দাবি, ‘কাল নাড্ডার সভা ছিল। জনসমর্থন দেখে ভয় পেয়েছে তৃণমূল।’

তৃণমূলের পাল্টা অভিযোগ, মিছিলের প্রস্তুতি চলাকালীন হামলা চালায় বিজেপি কর্মীরাই। তাদের পার্টি অফিসও ভাঙচুর করে। শক্তিগড়ের বৈকুণ্ঠপুরের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি শেখ আজাদ রহমানের দাবি, ‘আমরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলাম। সেইসময় বিজেপি হামলা চালায়। মারধর করে আমাদের ৩ কর্মীকে। পার্টি অফিসও ভাঙচুর করে।’

কয়েকমাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে চড়ছে রাজনৈতিক উত্তাপ। সঙ্গে বাড়ছে রাজনৈতিক সংঘর্ষের ঘটনাও। ভোট যত এগিয়ে আসছে, বঙ্গে শাসক-বিরোধীদের পাল্টা সভা ও পাল্টা র‍্যালির রাজনীতি ততই সরগরম হয়ে উঠছে। অব্যাহত রয়েছে একে অপরকে নিশানা করাও। শনিবার বর্ধমান শহরে রোড শো করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। রবিবার তাঁরই পাল্টা দিতে তৃণমূল রাস্তায় নামিয়েছিল সোহম চক্রবর্তীকে। আগের দিন বিজেপি সভাপতি তৃণমূলের বিরুদ্ধে যা যা আক্রমণ শানিয়েছিলেন, এদিন তাঁর পাল্টা জবাব দিলেন যুব তৃণমূলের রাজ্য সহ সভাপতি। সোহম বলেন, ‘নাড্ডার পাল্টা র‍্যালি? পাল্টা র‍্যালির থেকেও বেশি বিজয় র‍্যালি। চালচোর, ভাইপো চোর? প্রমাণ করে দেখাক। আমরা মমতার উন্নয়নকে তুলে ধরি, আর ওরা শুধু অন্যকে কালিমালিপ্ত করে। সিন্ডিকেট? পাত্তা দিই না। মানুষ সব বোঝে, না বুঝলে এই আবেগ দেখা যেত না।’ নাড্ডাকে বহিরাগত বলেও কটাক্ষ করেন সোহম।