ঘাটাল : সৌজন্যের রাজনীতি করেন। খোলা মনে বিরোধীদের প্রশংসা করেন। দলের কোনও সিনিয়র নেতার কড়া কটাক্ষের মুখেও তিনি তাঁর সৌজন্যবোধের আদর্শে অনড়। সেই দেবের মুখে এবার চাঞ্চল্যকর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। চাঞ্চল্যকর মন্তব্য করলেন ঘাটালের তৃণমূল প্রার্থী । আশঙ্কাপ্রকাশ করলেন কেশপুরে ভোটের মধ্যেই হতে পারে খুন !
অভিনেতা তথা ঘাটালের তৃণমূল প্রার্থীর আশঙ্কা, ১০ থেকে ২০ মে-র মধ্যে কেশপুরে খুন হতে পারেন এক বিজেপি কর্মী ! এবং তাঁকে খুন করার ষড়যন্ত্র হচ্ছে দলের অন্দরেই। এবার দেবের আঙুল তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীর দিকে। দেবের দাবি, তাঁদের দলের ষড়যন্ত্রে ওই খুন হতে পারে ওই বিজেপি কর্মী। আর সেই খুনের দায় চাপানো হতে পারে তৃণমূলের উপরে, এমনটাই আন্দাজ দেবের।
দেবের অভিযোগ, হিরণের পাল্টা
কেমন এমন বিস্ফোরক অভিযোগ করলেন দেব ? দেবের দাবি,১০ থেকে ২০ তারিখের মধ্যেই কেশপুরে খুন হতে পারে বিজেপি কর্মী। ঘাটালের বিদায়ী তৃণমূল সাংসদ এবার জিতলে হ্যাট ট্রিক করবেন। তাঁর বিরুদ্ধে বিজেপির তাস আরেক অভিনেতা-রাজনীতিক হিরণ চট্টোপাধ্যায়। 'নিজেদের লোককে খুন করে মৃত্যুর রাজনীতি করার ষড়যন্ত্র করছে বিজেপি। হারবে জেনে বিজেপি প্রার্থী ও তাঁর দল খুনের ষড়যন্ত্র করছে'। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব।
এর আগে বহুবার দুর্নীতি ইস্যুতে দেবকে আক্রমণ করেছেন হিরণ। কিন্তু দেব সরাসরি হিরণকে আক্রমণ করেননি বড় একটা। এবার দেব আনলেন বিস্ফোরক অভিযোগ। বললেন, জেতার জন্য বিজেপি প্রার্থী এবং তার দল যে ভাবে উঠেপড়ে লেগেছে, যে ভাবে সন্ত্রাস করার চেষ্টা করবে, সে কথা আমি আগাম জানিয়ে রাখলাম সংবাদমাধ্যমে, প্রশাসনের কাছে এবং নির্বাচন কমিশনের কাছে।
এই অভিযোগ কার্যত মানতে নারাজ হিরণ চট্টোপাধ্যায়। তৃণমূলই বিজেপি কর্মীকে খুনের পরিকল্পনা করছে, পাল্টা দাবি বিজেপি প্রার্থী হিরণের।
আরও পড়ুন :
রবীন্দ্রজয়ন্তীতে ঝমঝমিয়ে বৃষ্টি দক্ষিণবঙ্গজুড়ে, কলকাতায় তাণ্ডব কালবৈশাখীর?
wb12.abplive.com -এ উচ্চমাধ্যমিকের রেজাল্ট। কীভাবে দেখবেন রেজাল্ট?
- ক্লিক করতে হবে wb12.abplive.com-এ।
- দিতে হবে রোল নম্বর।
- তারপর ক্লিক করতে হবে সার্চ বাটনে।
- তাহলেই ফলাফল ফুটে উঠবে কম্পিউটার বা মোবাইল ফোনের স্ক্রিনে।