মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর : দলের শোকজের পর দুঃখপ্রকাশ করলেও ফের সুর চড়ালেন দিলীপ ঘোষ ( Dilip Ghosh )। প্রশ্ন তুললেন, শিশির অধিকারীকে যখন অপমান করা হয়, তৃণমূল চুপ থাকে কেন? মুখ্যমন্ত্রী ( CM Mamata Banerjee )সম্পর্কে কুরুচিকর মন্তব্য করায় বিজেপি ( BJP ) প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানাল তৃণমূল ( TMC )। দুর্গাপুরে দায়ের হল অভিযোগ। এরই মধ্যে দিলীপকে পাল্টা একহাত নিলেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্খী কীর্তি আজাদ।
দিলীপ ঘোষ দুর্গাপুরে পা রাখা থেকেই দুজনের কথার-ম্যাচ চলছেই। দিলীপের 'আপত্তিকর' মন্তব্যের সমালোচনা করে কার্যত বিজেপি প্রার্থীকে কার্যত হুঁশিয়ারি দিলেন আজাদ। বললেন, 'এলাকায় শান্তি বজায় রাখুন তা না হলে এক মিনিট সময় লাগবে সব শান্ত করতে'।
বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী কীর্তি আজাদ। তিনি বলেন, যেভাবে বর্ধমানে তৃণমূল কর্মীকে মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, এই ধরনের কাজ করলে দিলীপ ঘোষ এবং তার দলবলকে শান্ত করতে তার এক মিনিট সময় লাগবে। কারণ একসময় তিনি ক্রিকেট খেললেও রাজনীতিতে খেলাটা তাঁর কাছে বহু পুরনো।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দিলীপ ঘোষের কুরুচিকর মন্তব্য নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই বিধি ভঙ্গের অভিযোগে কড়া পদক্ষেপ চেয়ে কমিশনের কাছে নালিশ ঠুকেছে তৃণমূল কংগ্রেস। জেলা শাসকের কাছে রিপোর্ট তলব করে কমিশন। দিলীপের মন্তব্যের প্রতিবাদ করে তৃণমূল প্রার্থী বলেন, ' মা বোনেদের সম্মান করে না, মা দুর্গাকে তাঁর পিতৃ পরিচয় জিজ্ঞাসা করেন। যে, মানুষ মা-বোনদের সম্মান করে না সেই সমস্ত মানুষদের চুল্লু ভর পানিমে ডুবকে মর জানা চাহিয়ে।'
আজাদের দাবি, ' দুর্গাপুর এবং বর্ধমানের মানুষ দিলীপ ঘোষকে এমন উড়িয়ে দেবে যে আর কোনদিন এই এলাকায় এসে নিজের মুখ দেখাতে পারবেন না তিনি। রাজ্য থেকে তাড়িয়ে দেবে রাজ্যের মানুষ। তাই ভালোভাবে এলাকায় থাকুন এবং প্রচার করুন। '
এদিন সকালে TMC প্রার্থী পানাগড় বাজারের গুরুদ্বার ও লক্ষ্মীনারায়ণ মন্দির ও পানাগড় বাজারের শ্মশান কালী মন্দিরে পুজো দিয়ে দলীয় কর্মীদের নিয়ে প্রচার শুরু করেন। এদিন গুরুদ্বারে পাঞ্জাবি ভাষায় বক্তব্য রেখে শিখ সম্প্রদায়ের মানুষের মন জয় করার চেষ্টা করেন তিনি।
আরও পড়ুন :