'খুনের সংস্কৃতি' বন্ধে আহ্বান মদন মিত্রর...


পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) লাগাতার হিংসা। হুমায়ুন কবীর, চিরঞ্জিত চক্রবর্তী পর এবার সরব মদন মিত্র (Madan Mitra)। ভোট-হিংসা (Poll Violence) ঘিরে মুখ খুললেন আরও এক তৃণমূল কংগ্রেস বিধায়ক। মদন মিত্র বলেছেন, 'বাংলায় নির্বাচনে রক্তের হোলি খেলা বন্ধ হোক। রক্তের হোলির মধ্যে দিয়ে এটাই যেন শেষ নির্বাচন হয়' 'মারব, খুন করব, দখল করব, বাংলার এই সংস্কৃতি খুব দুঃখের। পশ্চিমবঙ্গের এই খুনের সংস্কৃতি বন্ধ করতে হবে'।


ফলঘোষণা হতেই দলবদল?


ফলঘোষণা হতেই তৃণমূলে যোগদান করলেন সিপিএম প্রার্থী (CPM Candidate)। কালনা (Kalna) ১ নম্বর ব্লকের কাকুরিয়া পঞ্চায়েতের (Panchayat Elections Result 2023) ঘটনা। সেখানে ওই একটি আসনেই জয়ী হয়েছিল সিপিএম। কিন্তু ফল ঘোষণা হতেই তিনি যোগ দেন তৃণমূলে। তবে কি এখানেও কাজ করে গেল বায়রন-মডেল? তুঙ্গে জল্পনা। যদিও জয়ী প্রার্থী গীতা হাঁসদা জানাচ্ছেন, তিনি তৃণমূলেই ছিলেন। পারিবারিক কারণে সিপিএমের হয়ে ভোটে দাঁড়ান।


জয়ী দুধকুমার মণ্ডল


দলের অন্দরেও কটাক্ষের মুখে পড়তে হয়েছিল তাঁকে। বাইরে থেকে বাক্যবাণ তো ছিলই। বিজেপি-র হয়ে ভোটে দাঁড়িয়েও পাননি কোনও সুযোগ-সুবিধা।  দেওয়াললিখন, পোস্টারের পরিবর্তে তাই মৌখিক প্রচারই সারতে হয় তাঁকে। কিন্তু দিনের শেষে সবকিছুর মোক্ষম জবাব দিলেন দুধকুমার মণ্ডল। অনুব্রত মণ্ডলের গড় বীরভূমে জয়ী হলেন তিনি। ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতে বিজেপি-র প্রার্থী হয়েছিলেন তিনি। মঙ্গলবার ফলাফল বেরোতেই বিজয়ী ঘোষিত হন দুধকুমার।


কেন্দ্রীয় বাহিনী থাকলে ভাল হত: রাজীব সিনহা


শুরু থেকেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে তরজা চলছিল। ভোটপর্বেও যা অব্যাহত রইল। যদিও গণনার দিন রাজ্য় নির্বাচন কমিশনার বলছেন, কেন্দ্রীয় বাহিনী থাকলে কিছুটা আটকানো যেত সন্ত্রাস।  কেন্দ্রীয় বাহিনী থাকলে ভাল হত। আমরা তো প্রত্যেক বুথের জন্য কেন্দ্রীয় বাহিনী আগেই চেয়েছিলাম, ভোট গণনার দিন এমনই দাবি করলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হার। যদিও রাজীব সিনহা এও বলেছেন, শান্তিপূর্ণ ভোট হয়েছে অনেক জায়গাতেই। 


কড়া বার্তা রাজ্যপালের


ভোটগণনার দিন দিল্লি থেকে ফিরেই রাজনৈতিক দুর্বৃত্তায়ন নিয়ে কড়া বার্তা দিলেন গ্রাউন্ড জিরো রাজ্যপাল । রাজনৈতিক মহলে প্রশ্ন, কঠোর ব্যবস্থা বলতে কী বোঝাতে চাইলেন সি ভি আনন্দ বোস? বাংলায় ভোট হিংসা নিয়ে কি বড়সড় কোনও পদক্ষেপ করতে পারে দিল্লি?  ফের কি রাজ্যে আসতে পারে কোনও কমিশন? না কি আরও কোনও বড় পদক্ষেপের পথে হাঁটতে পারে কেন্দ্রের মোদি সরকার? এই প্রশ্নগুলোই মাথাচাড়া দিচ্ছে এই মুহূর্তে। এই আবহেই রাজ্যপালের বিরুদ্ধে আক্রমণ শাণালেন তৃণমূল সাংসদ সৌগত রায়। বললেন, 'নির্বাচন প্রক্রিয়ায় সমস্যা তৈরি করছেন রাজ্যপাল'


আরও পড়ুন:গণনার শুরুতেই একের পর এক গ্রাম পঞ্চায়েত তৃণমূলের! কবিতা লিখলেন দেবাংশু