মোহন দাস, হুগলি: খানাকুলে (Khanakul) পুড়ে ছাই হয়ে গেল তৃণমূল পরিচালিত (TMC Ruled Panchayat Bhawan)) পঞ্চায়েত ভবনের একাংশ। শুক্রবার সকালে পঞ্চায়েত অফিসের দোতলা থেকে ধোঁয়া বের হতে দেখে দমকলে খবর দেন গ্রামবাসীরা। দমকল কর্মীদের প্রায় ২ ঘণ্টার চেষ্টা নিয়ন্ত্রণে আসে আগুন। পঞ্চায়েতের বহু গুরুত্বপূর্ণ নথি পুড়ে গিয়েছে বলে দাবি প্রধানের। দুর্নীতির (Corruption Evidence) নথি পোড়াতে ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছে তৃণমূল, বিঁধেছে বিজেপি (BJP)।



কী ঘটেছিল?
পঞ্চায়েত অফিসের ভিতরে দাউদাউ করে জ্বলছে আগুন! দোতলার জানালা দিয়ে গলগল করে বের হচ্ছে ধোঁয়া! হোসপাইপ দিয়ে জল ছড়িয়ে লেলিহান শিখাকে বাগে পাওয়ার চেষ্টা করছেন দমকল কর্মীরা। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় বাইরে উদ্বিগ্ন মুখে ভিড় করে রয়েছেন আশেপাশের এলাকার লোকজন। শুক্রবার এভাবেই পুড়ে ছারখার হয়ে গেল হুগলির খানাখুলের তৃণমূল পরিচালিত পঞ্চায়েত ভবনের একাংশ। সূত্রের খবর, শুক্রবার সকালে পঞ্চায়েত অফিসের দোতলার থেকে ধোঁয়া বের হতে দেখেন গ্রামবাসীরা। সঙ্গে সঙ্গে তাঁরা খবর দেন স্থানীয় দমকল কেন্দ্রে। দু'টি ইঞ্জিনের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। ততক্ষণে পঞ্চায়েত অফিসের ভিতরে থাকা আলমারি-সহ অধিকাংশ ফাইল পুড়ে ছাই হয়ে যায়। খানাকুলের  অরুণ্ডা গ্রাম পঞ্চায়েতের প্রধান রিঙ্কু বরের দাবি, 'ঝড়বৃষ্টি হচ্ছিল, সেই সময় বাজ পড়েছে, সেখান থেকেই আগুন লাগতে পারে। পঞ্চায়েতের সব নথিপত্র পুড়ে গিয়েছে।'পঞ্চায়েত অফিসের অগ্নিকাণ্ড, তুঙ্গে চাপানউতোর। দুর্নীতির নথি পোড়াতে ইচ্ছাকৃত আগুন, অভিযোগ বিজেপির। দুর্নাম রটাচ্ছে বিরোধীরা, পাল্টা দাবি তৃণমূলের। পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষের বক্তব্য, 'পুরোটাই চক্রান্ত। ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়েছে বলে মনে হয়। পঞ্চায়েতের নানা দুর্নীতির কাজের প্রমাণ মেটাতেই নথি পোড়ানো হয়েছে। অথবা মজুত বোমা থেকে আগুন লেগে থাকতে পারে।' যদিও অরুণ্ডা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা ও উপপ্রধান শ্রীমন্ত হামবীরের বক্তব্য, পায়ের তলায় মাটি নেই বলে ইচ্ছাকৃতভাবে বিরোধীরা এসব দুর্নাম রটাচ্ছে। আগুন কীভাবে লাগল, তা খতিয়ে দেখছে দমকল।


চন্দ্রকোনায় চাঞ্চল্য...
অন্যদিকে এদিন প্রচারে বেরিয়ে মারধরের অভিযোগে পশ্চিম মেদিনীপুরের গ্রেফতার হন বিজেপি প্রার্থী। আরও নিশ্চিত করে বলতে গেলে চন্দ্রকোনায় গ্রেফতার হন বিজেপির পঞ্চায়েত সমিতির প্রার্থী। তৃণমূলের নির্দেশে মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ এনেছেন তিনি। বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।


আরও পড়ুন:লক্ষ্মীলাভ করতেও ভরসা উপকারী লবঙ্গ! লাভ পাবেন চাষিরা