নয়াদিল্লি: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পরাজয়ের পর আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় টেস্ট দলে (Indian Cricket Team) বেশ কিছু বদল ঘটেছে। ক্যারিবিয়ান সফরে ভারতীয় টেস্ট দল থেকে বাদ পড়েছেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। শতাধিক টেস্ট খেলা পূজারা হালে একেবারেই আশানুরূপ পারফর্ম করতে পারেননি। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও দুই ইনিংস মিলিয়ে মাত্র ৪১ রান করেছিলেন তিনি। খারাপ ফর্মের জেরেই তাঁকে শিবসুন্দর দাসের নেতৃত্বাধীন ভারতীয় নির্বাচক কমিটি দল থেকে বাদ দিয়েছেন।


পূজারার দল থেকে বাদ পড়াটা অনেক বিশেষজ্ঞই মেনে নিতে পারেননি। সুনীল গাওস্করের মতো প্রাক্তনীরা তো সরাসরি দাবি করেছেন গোটা ব্যাটিং লাইনআপই ব্যর্থ হলেও, কেবলমাত্র পূজারাকেই কাঠগড়ায় তোলা হচ্ছে। পূজারা কোনদিনই খুব বেশি কথা বলেন না। তিনি ভারতীয় দল থেকে বাদ পড়ার পরেও শব্দ খরচ করেননি। বরং সোশ্য়াল মিডিয়ায় নিজের অনুশীলন করার একটি ভিডিও পোস্ট করেন তিনি। কোনও কিছু লেখার বদলে ব্যাট বল ও লাল হৃদয়ের একটি ইমোজি দিয়েই ভিডিওটি শেয়ার করেন তিনি।


 






পূজারার বাদ পড়া নিয়ে ক্ষুব্ধ সুনীল গাওস্কর বলেন, 'ওকে কেন দল থেকে বাদ দেওয়া হল? কেন দলগত ব্যর্থতায় কেবল ওকেই কাঠগড়ার দাঁড় করানো হচ্ছে? ও দীর্ঘদিন ধরে ভারতীয় দলের হয়ে নিঃস্বার্থভাবেকাজ করে গিয়েছে। ওর সোশ্যাল মিডিয়ায় কোটি কোটি সমর্থক নেই, যারা ওর হয়ে গলা ফাটাবে, সেই কারণেই কি ওকে বাদ দেওয়া হল? আমি তো বুঝেই উঠতে পারছি না। কীসের ভিত্তিতে ওকে দল থেকে বাদ দেওয়া হল এবং বাকিরা যারা ব্যর্থ হয়েছে তাদের রেখে দেওয়া হল? আজকাল তো নির্বাচক কমিটির প্রধান মিডিয়ার সামনে কিছু বলেনও না। আমি কিছুই বুঝতে পারছি না।'


তিনি আরও যোগ করেন, 'ও দীর্ঘদিন ধরে কাউন্টি ক্রিকেট খেলছে। তাই ও কিন্তু যথেষ্ট লাল বলের ক্রিকেট খেলেছে এবং ও গোটা বিষয়ের সঙ্গে অবগত। আজকাল তো লোকজন ৩৯-৪০ বছর বয়স পর্যন্ত খেলে যায়। যতদিন পর্যন্ত কেউ রান করছে, ততদিন তো বয়স নিয়ে মাথাব্যথার কোনও কারণ নেই। রাহানে বাদে (টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে) গোটা ব্যাটিং লাইন আপই ব্যর্থ হয়েছে। পূজারাকেই তাহলে কেন দল থেকে বাদ দেওয়া হল, নির্বাচকদের এর জবাব দিতে হবে।'


আরও পড়ুন: লক্ষ্মীলাভ করতেও ভরসা উপকারী লবঙ্গ! লাভ পাবেন চাষিরা