বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনে অনীহা কমিশনের!


পঞ্চায়েত নির্বাচনের আগে ফের কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে তরজা (Central Forces)। নাকা চেকিং, রুটমার্চ, মানুষের আস্থা অর্জনের দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী।
আন্তর্জাতিক সীমান্ত ও রাজ্যের সীমানা পাহারা দেবে। তবে বুথে কেন্দ্রীয় বাহিনী রাখার উল্লেখ নেই নির্বাচন কমিশনের নোটিসে। তাকে ঘিরেই ফের বিরোধীদের রোষের মুখে রাজ্য নির্বাচন কমিশন। যদিও কমিশনের দাবি, এই বিজ্ঞপ্তি প্রাথমিক। ভোটের দিনের জন্য আলাদা বিজ্ঞপ্তি জারি হবে।
পঞ্চায়েত নির্বাচনে ভোটার ৫ কোটি ৬৭ লক্ষ ২১ হাজার ২৩৪। ৬১ হাজার ৬৩৬ বুথে ভোটগ্রহণ হবে। কমিশনের হাতে ৬৫ হাজার পুলিশ (WB Panchayat Elections 2023)।


বাম কর্মী-সমর্থকদের কাছে ভোট চাইলেন শুভেন্দু


বাম কর্মী-সমর্থকদের এবার বিজেপি-কে ভোট দেওয়ার আহ্বান জানালেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর বক্তব্য, "পাটনায় সীতারাম ইয়েচুরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফিশফ্রাই খেয়েছেন। আপনাদের ভোটদেওয়া মানে চোর তৃণমূলকে ভোট দেওয়া। পশ্চিমবঙ্গে তৃণমূলের বি টিম সিপিএম এবং কংগ্রেস। দিল্লিতে কংগ্রেসের বি টিম হল তৃণমূল এবং সিপিএম। কেরলে আবার মুখোমুখি সিপিএম এবং কংগ্রেস। একমাত্র বিজেপির কোনও সেটিং নেই", পূর্ব মেদিনীপুরের হেঁড়িয়ায় প্রচারে গিয়ে মন্তব্য শুভেন্দুর। ভোট পর্ব চলাকালীন এলাকায় তৃণমূলের বাইক বাহিনী ঢুকলে লাঠি হাতে তাদেরকে বাইক সমেত পুকুরে ফেলার হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা।  


বিজেপি জিতলে অধিকার থেকে বঞ্চিত হবেন, ফালাকাটায় বললেন অভিষেক


ফালাকাটায় প্রচারে গিয়ে বিজেপি-কে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বললেন, "চোখে দেখে ভোট দিন, কানে শুনে নয়। ১০০ দিনের কাজের টাকা কেন্দ্র দিচ্ছে না। আলিপুদুয়ারে ৬ লক্ষ ৬১ হাজার পরিবার ১০০ দিনের কাজে নির্ভরশীল। কিন্তু ১০০ দিনের সাড়ে ৭ হাজার কোটি টাকা মোদি সরকার আটকে রেখেছে। বিজেপি জিতলে আপনি অধিকার থেকে বঞ্চিত হবেন। স্থানীয় সাংসদ জন বার্লা দিল্লির পা চেটে নম্বর বাড়াচ্ছেন। বিজেপির সাংসদ-বিধায়করা রাজ্যের টাকা বন্ধ করতে দিল্লিতে দরবার করছেন। বিজেপিকে ভোট দিয়ে আচ্ছে দিনের নমুনা দেখছেন। ৪০০ টাকার রান্নার গ্যাস ১২০০ টাকা দিয়ে কিনতে হচ্ছে। ৫০ টাকার পেট্রোল ১০০ টাকায় কিনতে হচ্ছে। বিজেপি মানুষকে ভাঁওতাবাজি দিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করছে।" (Abhishek Banerjee)


তৃণমূল বিধায়ককে কাদাভর্তি রাস্তায় নামালেন গ্রামবাসীরা


তৃণমূল বিধায়ককে কাদা ভর্তি রাস্তায় নামালেন গ্রামবাসীরা। ভোটের প্রচারে গিয়ে ভাতারে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে বিধায়ক মানগোবিন্দ অধিকারী। ভোগান্তি বোঝাতে বিধায়ককেই কাদা ভর্তি রাস্তায় নামালেন গ্রামবাসীরা। কাজ হয়নি ২০১১ থেকে, বিধায়ককে কাদায় হাঁটিয়ে দাবি গ্রামবাসীদের । 'বিচ্ছিন্ন কিছু নয়, মানুষ সাহস করে সোচ্চার হচ্ছেন, এটাই তার প্রমাণ', ট্যুইট শুভেন্দুর। যদিও বিধায়ের দাবি, কেউ জোর করেননি। নিজেই রাস্তায় হেঁটেছেন তিনি। নির্বাচন মিটলে আগামী দু'বছরেই রাস্তা পাকা হবে বলে জানিয়েছেন।


বিজেপি-কে রুখতে একজোট তৃণমূল-CPM


পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে রুখতে এবার তৃণমুল-সিপিএম একজোট। কোলাঘাটের কোলাঘাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ৯৬ নম্বর আসনে প্রার্থীই দিল না সিপিএম-তৃণমূল। নির্দল প্রার্থীকে সমর্থন করছে দুই দল। বিজেপি-র তরফে একে অশুভ জোট হিসেবে মন্তব্য করা হলেও সেখানে মানুষের জোট হয়েছে বলে দাবি করেছে বাম- তৃণমুল নেতৃত্ব। তাতে প্রশ্ন উঠছে, আগামী বছর লোকসভা নির্বাচনের আগে বিরোধী ঐক্যের সলতে পাকানোর প্রস্তুতিই কি এই জোট!