কলকাতা : আর মাত্র এক সপ্তাহ পরই রাজ্য়ে পঞ্চায়েত ভোট ( Panchayat Poll ) । গ্রামবাংলার নির্বাচনের সম্ভাব্য় ফলাফলই, এখন যাবতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে। ২০টি জেলা পরিষদের কোনটিতে কে জিততে পারে, তা নিয়ে চলছে বিস্তর কাটাছেঁড়া। এই পরিস্থিতিতে ভোটারদের ভাবনার আভাস পেতে সমীক্ষা চালিয়েছে সি ভোটার ( C Voter ) । সেই ওপিনিয়ন পোল ( Opinion Poll ) অনুযায়ী, অধিকাংশ জেলা পরিষদে তৃণমূল এগিয়ে থাকলেও, কয়েকটি জায়গায় দাঁত ফোটাতে পারে বিরোধীরা।
প্রথম দফায় ১০ টি জেলা পরিষদে কোন দল কেমন করতে পারে সমীক্ষা করে জানিয়েছিল সি-ভোটার। দ্বিতীয় পর্বে এবিপি আনন্দ সামনে আনল আরও ১০ টি জেলা পরিষদের মতামত সমীক্ষার ফল ।
আলিপুরদুয়ার
গতবার আলিপুরদুয়ার জেলা পরিষদে একটি আসনে জিতেছিল বিজেপি। বাকি সব আসন গেছিল তৃণমূলের ঝুলিতে।
সি ভোটারের ওপিনিয়ন পোল অনুযায়ী, এবার সেই আলিপুরদুয়ার জেলা পরিষদের ১৮টি আসনের মধ্য়ে তৃণমূল ৫ থেকে ৯টি আসন পেতে পারে। বিজেপি জিততে পারে ৮ থেকে ১২টি আসন। বাম-কংগ্রেস সর্বোচ্চ ১টি আসনে জিততে পারে।
পূর্ব মেদিনীপুর
এটি বিরোধী দলনেতা শুভেনদু অধিকারীর জেলা। গত পঞ্চায়েত ভোটে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সব আসনে জিতেছিল তৃণমূল। সি ভোটারের ওপিনিয়ন পোল অনুযায়ী এবার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের ৭০টি আসনের মধ্য়ে ৩১ থেকে ৪১টি আসনে জিততে পারে তৃণমূল। বিজেপি ৩০ থেকে ৩৬টি এবং বাম-কংগ্রেস সর্বোচ্চ ৩টি আসনে জিততে পারে।
ঝাড়গ্রাম
সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, ঝাড়গ্রাম জেলা পরিষদের ১৯টি আসনের মধ্য়ে তৃণমূল ১০ থেকে ১৪টি আসন পেতে পারে। বিজেপি জিততে পারে ৫ থেকে ৯টি আসনে। বাম-কংগ্রেস বড়জোড় ১টি আসনে জিততে পারে।
আরও পড়ুন :
'কুন্তলের সঙ্গে আর্থিক লেনদেন হয়নি, ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে ফ্ল্যাট কিনেছি', ED কে আর কী বললেন সায়নী ?
উত্তর দিনাজপুর
উত্তর দিনাজপুর জেলা পরিষদে গতবার মাত্র ২টি আসনে জিতেছিল বাম ও বিজেপি। সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, এবার উত্তর দিনাজপুরের ২৬টি আসনের মধ্য়ে ১৫ থেকে ২১টি আসনে জিততে পারে তৃণমূল। বিজেপি পেতে পারে ৫ থেকে ৯টি আসন। সর্বোচ্চ ২টি আসন পেতে পারে বাম-কংগ্রেস।
নদিয়া
জেলা পরিষদে গতবার ৪৫টি আসনে জিতেছিল তৃণমূল, ২টিতে বিজেপি। সি ভোটারের ওপিনিয়ন পোল অনুযায়ী, এবার নদিয়া জেলা পরিষদের ৫২টি আসনের মধ্য়ে তৃণমূল ৩৩ থেকে ৪৩টি আসন পেতে পারে। বিজেপি জিততে পারে ৭ থেকে ১৩টি আসনে। বাম-কংগ্রেস ১ থেকে ৫টি আসন জিততে পারে।
উত্তর ২৪ পরগনা
গত পঞ্চায়েত ভোটে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সব আসনে জিতেছিল তৃণমূল। সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, এবার উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের ৬৬টি আসনের মধ্য়ে ৪৫ থেকে ৫৫টিতে জিততে পারে তৃণমূল। ৬ থেকে ১২টি আসনে জিততে পারে বিজেপি। ৪ থেকে ৮টি আসনে জিততে পারে বাম-কংগ্রেস।
বর্ধমান
২০১৮ সালে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সব আসন গেছিল তৃণমূলের ঝুলিতে। সি ভোটারের ওপিনিয়ন পোল অনুযায়ী, এবার পূর্ব বর্ধমান জেলা পরিষদের ৬৬টি আসনের মধ্য়ে ৪৩ থেকে ৫৩টি আসন পেতে পারে তৃণমূল। ১২ থেকে ১৮টি আসনে জিততে পারে বিজেপি। ১ থেকে ৫টি আসন যেতে পারে বাম-কংগ্রেসের ঝুলিতে।
বাঁকুড়া
গতবার বাঁকুড়া জেলা পরিষদের সব আসনে জিতেছিল তৃণমূল। সি ভোটারের ওপিনিয়ন পোল অনুযায়ী, এবারের পঞ্চায়েত ভোটে বাঁকুড়ার ৫৬টি আসনের মধ্য়ে ৩৬ থেকে ৪৬টি আসনে জিততে পারে তৃণমূল। ৯ থেকে ১৫টি আসন পেতে পারে বিজেপি। সর্বোচ্চ ৪টি আসনে জিততে পারে বাম-কংগ্রেস।
হাওড়া
সি ভোটারের ওপিনিয়ন পোল অনুযায়ী, হাওড়া জেলা পরিষদের ৪২টি আসনের মধ্য়ে ২৭ থেকে ৩৫টি আসনে জিততে পারে তৃণমূল। ৫ থেকে ৯টি আসনে জিততে পারে বিজেপি। বাম-কংগ্রেস পেতে পারে ৩ থেকে ৫টি আসন।
মালদা
সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, মালদা জেলা পরিষদের ৪৩টি আসনের মধ্য়ে তৃণমূল এবার ২৪ থেকে ৩২টি আসনে জিততে পারে। বিজেপি পেতে পারে ৪ থেকে ৮টি আসনে। বাম-কংগ্রেস পেতে পারে ৭ থেকে ৯টি আসন।
ওপিনিয়ন পোল ভোটারদের ভাবনার আভাস মাত্র। সেই আভাস বাস্তবের ফলের সঙ্গে কতটা মেলে, সেটা বোঝা যাবে ১১ জুলাই, পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার দিন।