সন্দীপ সরকার, কলকাতা: ডক্টরস ডে পালন ঘিরেও পিছু ছাড়ল না তৃণমূলপন্থী চিকিৎসকদের দুই শিবিরের দ্বন্দ্ব। কলকাতা মেডিক্যালের আয়োজিত দুই অনুষ্ঠানের মধ্যে নির্মল মাজি শিবিরের অনুষ্ঠানে গরহাজির থাকলেন শোভনদেব চট্টোপাধ্যায়। যদিও টানাপোড়েনের অভিযোগ উড়িয়ে দিয়েছেন পরিষদীয় মন্ত্রী।
ডক্টরস ডে পালন ঘিরে তৃণমূলপন্থী চিকিৎসকদের দুই শিবিরের টানাপোড়েন। কলকাতা মেডিক্যালের অনুষ্ঠানে IMA বেঙ্গলের অনুষ্ঠানের অতিথি। গ্রামবাংলার ভোটযুদ্ধের এক সপ্তাহ আগে, মহানগরের এই ঘটনা ঘিরে মাথা চাড়া দিল নতুন বিতর্ক। ১ জুলাই, ডক্টরস ডে উপলক্ষ্যে কলকাতা মেডিক্যাল কলেজে ২টি অনুষ্ঠানের আয়োজন করে তৃণমূলপন্থী চিকিৎসকদের দুই শিবির।
একটি অনুষ্ঠানের আয়োজন করে কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। অন্য আরেকটি অনুষ্ঠানের আয়োজক আইএমএ বেঙ্গল। অভিযোগ, আইএমএ বেঙ্গলের অনুষ্ঠানে অতিথি হিসেবে তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হলেও তিনি উপস্থিত হন কলকাতা মেডিক্যাল কলেজের রোগীকল্যাণ সমিতির তরফে আয়োজিত অন্য আরেকটি অনুষ্ঠানে।
সূত্রের খবর, এই ঘটনার পরেই চিকিৎসক মহলে গুঞ্জন ওঠে, তবে কি ইচ্ছে করেই নির্মল মাজির বিরোধী শিবির বলে পরিচিত সুদীপ্ত রায় শিবিরের অনুষ্ঠানে হাজির হন শোভনদেব? আইএমএ বেঙ্গল শাখার রাজ্য সভাপতি নির্মল মাজি বলেন, 'শোভনদেব আমাদের জন্যই এখানে এসেছিলেন। ওই কার্ডের আমন্ত্রণ পত্রে নাম ছিল না, আমাদের প্রোগ্রামে আমন্ত্রিত ছিলেন।'
শোভনদেবের উপস্থিতি নিয়ে পাল্টা জবাব দেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়। কলকাতা মেডিক্যাল কলেজ রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায় বলেন, 'আমাদের অনুষ্ঠানে কারও আলাদা করে নাম নেই। এটা সরকারি অনুষ্ঠান। কোনও শিবিরের ব্যাপার নেই।'
যদিও তৃণমূলপন্থী চিকিৎসকদের দুই শিবিরের টানাপোড়েনের ব্যাপারটি একরকম উড়িয়ে দেন শোভনদেব। তিনি বলেন, আমি তো বরাবর নির্মলের প্রোগ্রামেই আসি। যাব না এরকম কোনও ব্যাপার নেই। আমন্ত্রিত তালিকায় নাম না থাকলেও সবই তো আমাদেরই লোক।
এখন দেখার, তৃণমূলপন্থী চিকিৎসকদের দুই শিবিরের মধ্যে এই টানাপোড়েন বিতর্ক কীভাবে সামাল দেয় রাজ্যের শাসক দল।
আরও পড়ুন, লাফিয়ে বাড়ছে সবজির দাম, ৩০০ টাকায় বিকোচ্ছে লঙ্কা, সেঞ্চুরি পেরলো একাধিক আনাজ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন