করুণাময় সিংহ, মালদা: মালদার (Malda) হরিশ্চন্দ্রপুরে সিপিএম কর্মীকে জোর করে তৃণমূলের সভায় নিয়ে যাওয়ার চেষ্টা, রাজি না হওয়ায় মারধরের অভিযোগ উঠল তৃণমূল প্রার্থীর অনুগামীদের বিরুদ্ধে। প্রতিবাদে বিক্ষোভ দেখান বাম কর্মী, সমর্থকরা। হামলা-যোগ উড়িয়ে দিয়েছে শাসকদল।                       


আক্রান্ত সিপিএম কর্মী: পঞ্চায়েত ভোটের আর এক সপ্তাহ বাকি। কেন্দ্রীয় বাহিনী নিয়ে টানাপোড়েনের মাঝেই জেলায় জেলায় বেলাগাম সন্ত্রাস। কোথাও প্রার্থীকে নিশানা, কোথাও বিরোধীদের ওপর আক্রমণের অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। সিপিএম কর্মী মজিবুল রহমানের অভিযোগ, শুক্রবার রাতে তাঁকে জোর করে বুথ কমিটির সভায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন তৃণমূল কর্মীরা। যাবেন না বলায়, শুরু হয় মারধর। অভিযোগের তির হরিশ্চন্দ্রপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল প্রার্থী মকরম আলির দিকে। আক্রান্ত সিপিএম কর্মীর অভিযোগ, “TMC-র প্রার্থী স্বপন আমাকে মারল।ওরা TMC-র মিটিংয়ে নিয়ে যেতে যাচ্ছিল। যাইনি তাই মারল।’’

প্রতিবাদে রাতেই এলাকায় বিক্ষোভ দেখান সিপিএম কর্মীরা। যদিও সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ মানতেই চাননি অভিযুক্ত তৃণমূল প্রার্থী। তাঁর দাবি, “সিপিএম যখন হালে পানি পাচ্ছে না।অশান্তি তৈরির চেষ্টা।আমাদের মিটিংয়ে সিপিএমের লোক এসে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে।’’ আক্রান্ত সিপিএম কর্মী হরিশ্চন্দ্রপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। এই ঘটনায় তৃণমূল প্রার্থী-সহ ৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে।                            


মনোনয়ন পর্বে লাগাম ছাড়া সন্ত্রাসের ছবি দেখেছে বাংলা। পূর্ব বর্ধমানের বড়শূল থেকে উত্তর ২৪ পরগনার মিনাখাঁ, তৃণমূলের বিরুদ্ধে মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে বামেরা। এই পরিস্থিতিতে পূর্ব বর্ধমানের ভাতারে প্রচারে গিয়েছিলেন সিপিএমের যুব সংগঠন DYFI-এর রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। সেখান থেকেই হুঁশিয়ারি শোনা যায় মীনাক্ষীর গলায়।তিনি বলেন, “পুলিশের ছাতার তলায় দাঁড়িয়ে নমিনেশন করেছি আমরা? কাদের দমে নমিনেশন করেছি? মানুষ। মানুষের দমে। তাই যদি কেউ বেগড়বাই করতে আসে, তাহলে চাঁদি ফাটিয়েই বাড়ি যেতে হবে। এর অন্যথা হবে না।’’                            


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: Pet Care in Monsoon: বৃষ্টির দিনে ভিজতে দেবেন না আদরের পোষ্যকে, কীভাবে খেয়াল রাখবেন ওদের?