শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: তৃণমূল-বিজেপি সংঘর্ষে ছড়াল উত্তেজনা কোচবিহারের দিনহাটায়। সিতাইয়ের দলীয় প্রার্থীর সমর্থনে বৈঠক সেরে বাড়ি ফেরার পথে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে বিজেপি। ঘটনায় আহত দু’পক্ষের ৬ জন।


ভোটের মাঝেও অব্যাহত অশান্তি। কোচবিহারের দিনহাটায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে ছড়াল উত্তেজনা। তৃণমূলের দাবি, শনিবার রাতে দিনহাটার তানাগুড়িতে সিতাইয়ের তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বাসুনিয়ার সমর্থনে বৈঠক হয়। শনিবার রাত। ঘড়ির কাঁটায় তখন রাত ১০টা ৷ তৃণমূলের অভিযোগ, সেই বৈঠক সেরে সবাই যখন বাড়ি ফিরছিলেন তখন বাঁশ, ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনায় গুরুতর জখম হন তিনজন তৃণমূল কর্মী।


দিনহাটা ১ যুব তৃণমূলের সহ সভাপতি মতিউর রহমান বলেন, ‘‘মিটিং থেকে ফেরার পথে হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা, বাঁশ, অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে, ৩জন গুরুতর জখম হন, সিতাইয়ের তৃণমূল প্রার্থীর সমর্থনে বৈঠক থেকে ফিরছিল ৷’’


পাল্টা তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, আহত হয়েছেন ৩ দলীয় কর্মী। দিনহাটার আহত বিজেপি কর্মী সুজিত দাস বলেন, ‘‘আমরা শুভেন্দু অধিকারীর সভা থেকে ফিরে বাড়ির সামনে আলোচনা করছিলাম, ওরা হামলা করে, মাথা ফাটয়ে দেয়, স্থানীয়রা এলে ছুটে পালায়, তৃণমূলকে কে মেরেছে বলতে পারব না ৷’’ নির্বাচন কমিশনের নির্ঘণ্ট অনুযায়ী, ১০ এপ্রিল চতুর্থ দফায় কোচবিহারের ৯ আসনে ভোটগ্রহণ। তার আগে জেলায় সংঘর্ষের ঘটনায় বাড়ছে উত্তেজনা।


অন্যদিকে গতকাল নির্বাচনী প্রচার ঘিরে কার্যত রণক্ষেত্রে পরিণত হয় পূর্ব বর্ধমানের মেমারির নহাটি গ্রাম। বিজেপির মিছিল থেকে তৃণমূলের ওপর হামলার অভিযোগ ওঠে। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে বিজেপি। তৃণমূলের অভিযোগের ভিত্তিতে মেমারির বিজেপি নগর মণ্ডলের সভাপতি সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পূর্ব বর্ধমানের মেমারি কেন্দ্রের বিজেপি প্রার্থী ভীষ্মদেব ভট্টাচার্য নহাটি এলাকায় র‍্যালি করেন। সেসময় বেশ কিছু তৃণমূলকর্মী তাঁদের র‍্যালি করতে বাধা দেয় বলে বিজেপির অভিযোগ! বাধার মুখে ফিরে যান তাঁরা। তৃণমূলের তরফে পাল্টা অভিযোগ, কিছুক্ষণ পর প্রচুর ইট, রড, ধারালো অস্ত্র নিয়ে ফের ফিরে আসেন বিজেপি নেতা কর্মীরা। মিছিল করা হয় এলাকায়।