কলকাতা: আজও রাজ্যে জমজমাট প্রচার। তৃণমূলের হয়ে প্রচারে নামছেন জয়া বচ্চন। তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকের পর টালিগঞ্জের তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাসের সমর্থনে প্রচার করবেন তিনি।


 


তৃণমূল নেত্রী   মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার কর্মসূচি রয়েছে দুই জেলায়। হুগলির চুঁচুড়া, চণ্ডীতলা ও উত্তরপাড়া বিধানসভার কোন্নগর ছাড়াও আজ দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে জনসভা করবেন তৃণমূল নেত্রী।


 


আজ হুগলির চুঁচুড়া ও শ্রীরামপুরে জনসভা করবেন জে পি নাড্ডা। এরপর টালিগঞ্জ ট্রামডিপো থেকে গড়িয়া মোড় পর্যন্ত রোড শো করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। 


 


ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঁচটি প্রচার কর্মসূচি রয়েছে। হুগলির পাণ্ডুয়া, চন্দননগর, হাওড়ার বালি, দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা ও বেহালায় জনসভা করবেন তৃণমূল সাংসদ।


 


হাওড়ার শিবপুর, বালি, হাওড়া দক্ষিণ ও সাঁকরাইলে প্রচার করবেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।


 



উল্লেখ্য, বিজেপির হয়ে মিঠুন চক্রবর্তী প্রচারে নেমেছেন।  এবার তৃণমূলের হয়ে প্রচারে নামছেন জয়া বচ্চন!রাজ্যের শাসক দলের হয়ে প্রচারে নামছেন তিনি। তৃতীয় দফা ভোটের আগের দিন টালিগঞ্জে তৃণমূলের রোড শোয়ে অংশ নেবেন জয়া বচ্চন।রবিবার, সন্ধেয় কলকাতায় এসে পৌঁছন তিনি।বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।পুষ্পবৃষ্টি...শঙ্খধ্বনির মধ্যে দিতে তাঁকে বরণ করে নেওয়া হয়।


 


সমাজবাদী পার্টির চার বারের রাজ্যসভার সাংসদ জয়া।রাজনীতির সঙ্গে তাঁর যোগাযোগ দীর্ঘদিনের! মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তাঁর দীর্ঘ সময়ের সুসম্পর্ক!! বঙ্গে ভোট ঘোষণার পরই, তৃণমূলকে সমর্থনের কথা জানিয়ে দেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। এবার সরাসরি তৃণমূলের হয়ে প্রচার করতে রাজ্যে এলেন অখিলেশের দলের রাজ্যসভার সাংসদ জয়া!তৃণমূল সূত্রে খবর, আগামী ৪ দিন কলকাতাতেই থাকবেন তিনি। 



উল্লেখ্য, রাজ্য প্রথম দুই দফায় ৬০ আসনে ভোটগ্রহণ হয়েছে।  এবার নজিরবিহীন আট দফায় হবে রাজ্যের বিধানসভা নির্বাচন। আগামীকাল রাজ্য বিধানসভা নির্বাচনের তৃতীয় দফায় তিন জেলার ২১ আসনে ভোটগ্রহণ করা হবে। এই পর্বের জন্য প্রচার অভিযান গতকালই শেষ হয়েছে। 
তৃতীয় দফার নির্বাচনে দক্ষিণ ২৪ পরগণার যে ১৬ আসনে ভোট- বাসন্তী, কুলতলি, কুলপি, রায়দীঘি, মন্দিরবাজার, জয়নগর, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, ডায়মন্ডহারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর।


 


হাওড়ার যে সাত আসনে ভোট- উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর, জগৎবল্লভপুর। 


 


হুগলির  যে আট আসনে ভোট- জাঙ্গিপাড়া, হরিপাল, ধনেখালি, তারকেশ্বর, পুরশুড়া, আরামবাগ, গোঘাট, খানাকুল।