নয়াদিল্লি: আইপিএল শুরুর এক সপ্তাহও বাকি নেই। ফের শিরোনামে উঠে এলেন বিরাট কোহলি। তবে ক্রিকেটের জন্য নয়। তাঁর মানবিক মুখের জন্য।
বিরাট কোহলির পশুপ্রেমের কথা কারও অজানা নয়। তাঁর নিজস্ব সংস্থা পশুদের জন্য নানা কল্যাণমূলক কর্মসূচি নিয়ে থাকে গোটা বছর। এবার রাস্তার কুকুরদের জন্য মুম্বইয়ে দুটি শেল্টার খুললেন কোহলি। অনুপ্রেরণা? স্ত্রী তথা অভিনেত্রী অনুষ্কা শর্মা।
জাতীয় দল তথা আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)-এর অধিনায়ক বিরাট কোহলি রবিবার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, শহরের রাস্তাঘাটে ঘুরে বেড়ানো পশুদের জন্য নিরাপদ আস্তানা গড়ার ইচ্ছা তাঁর বহুদিনের। শেষ পর্যন্ত সেই ব্যবস্থা করতে পেরে তিনি যে সত্যিই খুব খুশি, সেটাও জানিয়েছেন বিশ্ব ক্রিকেটের সেরা ব্যাটসম্যান। কোহলি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘এই অবলা পশুদের ভালোভাবে রাখতে সমমনোভাবাপন্ন সকলকে নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই।’
তাঁর এই মহৎ উদ্যোগে স্ত্রী অনুষ্কা শর্মার অবদানের কথাও জানিয়েছেন বিরাট।
এদিকে, ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্ল রবিবার জানিয়েছেন, আইপিএলের ক্রিকেটারদের টিকা দেওয়ার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের কাছে আবেদন করবে বোর্ড।
আইপিএলের আগেই কোহলিদের করোনার টিকা?
৯ এপ্রিল থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল। তার আগে একাধিক ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের দশ জন মাঠকর্মী, আইপিএলের সংগঠক টিমের ছ’জন, চেন্নাই সুপার কিংস কনটেন্ট টিমের এক সদস্য, দুই ক্রিকেটার অক্ষর পটেল ও দেবদূত পড়িক্কল-সহ মোট ১৯ জন এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে ক্রিকেটারদের নিয়ে নয়া ভাবনা ভারতীয় বোর্ডের। আর সেই পরিকল্পনা জানালেন খোদ বোর্ডের ভাইস প্রেসিডেন্ট।
গত বছর সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজন করা হলেও এ বছর দেশের মাটিতেই আইপিএল অনুষ্ঠিত হবে। তবে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ চিন্তায় ফেলেছে বোর্ডকে। রাজীব শুক্ল রবিবার বলেন, “করোনা বাড়ছে দেশে। এর সঙ্গে লড়াই করতে হলে টিকাই একমাত্র পথ। বোর্ড ক্রিকেটারদের টিকা দেওয়ার কথা ভাবছে। কেউ জানে না কবে করোনা থেকে মুক্তি পাওয়া যাবে। সেই জন্য আমাদের এটা নিয়ে সাবধানতা অবলম্বন করাই উচিত। খেলোয়াড়দের টিকা দেওয়া উচিত।”