নয়াদিল্লি: দেশের পাঁচ  রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নয়া উদ্যোগ ট্যুইটারের। পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু ও কেন্দ্রশাসিত পুদুচেরিতে বিধানসভা নির্বাচনের আগে এই উদ্যোগ। প্রকাশ্য আলোচনার পথ সুগম করা, অর্থবহ রাজনৈতিক বিতর্কের সুবিধা ও নাগরিক সমাজের অংশগ্রহণ বৃদ্ধির তাদের দায়বদ্ধতার কথা মাথায় রেখেই এই উদ্যোগ। বাংলা সহ ছয় ভাষায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রার্থী, রাজনৈতিক দল, নাগরিক, সংবাদমাধ্যম ও সমাজের মধ্যে তথ্যসমৃদ্ধ ও স্বাস্থ্যকর আলাপচারিতাকে উৎসাহিত করার লক্ষ্যে একগুচ্ছ উদ্যোগ নিয়েছে ট্যুইটার। 


এই উদ্যোগগুলির মধ্যে রয়েছে নির্বাচন সংক্রান্ত বিশ্বাসযোগ্য তথ্য যোগানের জন্য  ভারতের নির্বাচন কমিশন (@ECISVEEP) ও রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে সার্চ প্রম্পট, অংশগ্রহণকে উৎসাহিত করতে  কাস্টম ইমোজি; নির্বাচন সংক্রান্ত ভুল তথ্যের মোকাবিলায় শুরুতেই ভুলতথ্য চিহ্নিত করা ( প্রি-বাঙ্কস)  ও তা ধরা পড়লেই ছড়িয়ে পড়া আটকানো (ডি-বাঙ্কস)-র মতো ব্যবস্থা, ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে ও তরুণ প্রজন্মের বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে (#DemocracyAdda)হ্যাশট্যাগ ডেমোক্র্যাসিআড্ডা শিরোনামে তরুণদের আলোচনা সিরিজ।




নির্বাচনের জন্য নতুন কাস্টম ইমোজি


আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ট্যুইটার একটি কাস্টম ইমোজি চালু করেছে। এর লক্ষ্য নির্বাচন সংক্রান্ত আলোচনায় অংশগ্রহণকে উৎসাহিত করা। যাঁরা ভোটদান করেছেন, তাঁদের  তুলে ধরতে ভোটের কালি লাগানো আঙুলের এই ইমোজি আগামী ১০ মে পর্যন্ত চালু থাকবে। এই ইমোজি সক্রিয় করতে ইউজাররা বাংলা, ইংরেজি,হিন্দি, মালায়ালাম, অসমিয়া, তামিল ভাষায় ট্যুইট করতে পারবেন। ভারতীয় রাজনীতিতে মহিলাদের ভূমিকা তুলে ধরতে ভিডিও সিরিজ হ্যাশট্যাগ হার পলিটিক্যাল জার্নি (#HerPoliticalJourney)ও চালু করা হয়েছে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রথমসারির মহিলা নেত্রীদের রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরা হয়েছে।