সন্দেশখালি : রাজ্যে আছেন প্রধানমন্ত্রী। আজ তিনি সভা করবেন আরামবাগ, হুগলি, ব্যারাকপুর ও হাওড়ায়। এই আবহে ভোটের মধ্যে ফের ভাইরাল হল সন্দেশখালির আরেক ভিডিও (ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি লাইভ বাংলা) ! ফের বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের ভাইরাল ভিডিও সামনে আসায় গেরুয়া শিবিরের চাপ বাড়ল বলে মনে করছে গেরুয়া শিবির। আন্দোলনকারীদের টাকা বিলি নিয়ে ভিডিওয় কথোপকথন। নাম ও মোবাইল নম্বরের তালিকা তৈরি নিয়েও ভিডিওয় কথোপকথন শোনা গেছে। ৭২ জন মহিলাকে এক দফায় ২ হাজার টাকা করে দেওয়া হয়েছে বলে ভাইরাল ভিডিওয় দাবি করা হয়েছে। আর যেসব বিষয় উঠে এল ভিডিওয় তার অংশবিশেষ দেখে নেওয়া যাক...


ভাইরাল ভিডিওর কথোপকথন-


প্রশ্নকর্তা : শুনুন দাদা, খালি জিনিসে কিছু হয় না ।


গঙ্গাধর কয়াল (সন্দেশখালি-২ বিজেপির মণ্ডল সভাপতি) : খালি হাতে হবে না। 


প্রশ্নকর্তা : এই যাঁরা প্রতিবাদ করেছিলেন, আন্দোলন করেছিলেন যে সময়, তাঁদের মধ্যে কত মহিলা ইতিমধ্যে টাকা পেয়েছেন ? কিছু হলেও পেয়েছেন। অলরেডি কত হবে সংখ্যায় ?


গঙ্গাধর কয়াল : ৭২ জন মতো পেয়েছেন। একবারই পেয়েছেন।  


প্রশ্নকর্তা : এই খরচগুলো আলাদা খরচ। আপনার কীরকম ফান্ড হলে চলতে পারে ? মিনিমাম


গঙ্গাধর কয়াল : এক লাখ হলে চলে যাবে। প্রতি বুথে যদি ৫ হাজার টাকা করে ধরা হয়...। ৫০টা বুথ। আড়াই লাখ টাকা বেরিয়ে যায়...।


প্রশ্নকর্তা : এরমধ্যে মহিলাদের সংখ্যা কত থাকবে ? মদ খাতয়াতে ?


গঙ্গাধর কয়াল : প্রায় ৩০ শতাংশ মহিলা, ৭০ শতাংশ পুরুষ।


প্রশ্নকর্তা : এই মহিলাদের মধ্যে আমাদের আন্দোলনকারী মহিলারাও থাকবেন তো ?


গঙ্গাধর কয়াল : সবাই তো...যাঁরা থাকেন তাঁরা তো থাকবেনই। ওঁর মধ্যে ইনক্লুড হয়ে যাবে এবং ওঁদের আলাদা নিয়ন্ত্রণ। পুরুষের সঙ্গে মেশার কোনও দরকার নেই। ছেলেরা হেল্প করবে ওঁদের ব্যাকে। ওঁরা সামনে থাকবেন না, একদম পেছনে। ওটাই করুন। কম বলেছি। অন্তত প্রথম লোকসভাটা জেতান। তারপরে বিধানসভার ক্ষেত্রে আলাদা। আপনারা রয়েছেন মানে আমার একটু সুবিধা হয়ে যাবে। 


প্রশ্নকর্তা : এখানে কী ধরনের আর্মস লাগবে, পিস্তল...বোম ? মানে লাগে কী ধরনের ? আপনি তো এই এরিয়ার। মানে, কোন ধরনের জিনিসটা এখানে বেশি লাগে ? 


গঙ্গাধর কয়াল : পিস্তলই বেশি লাগবে।  


প্রশ্নকর্তা : ক'টা পিস্তল লাগবে ?


গঙ্গাধর কয়াল : ধরুন কোরাকাটির জন্য ৩০ আর মণিপুরে ২০। ৫০টা হলে ঠিক আছে।


প্রশ্নকর্তা : এই যে ৫০ যাদের হাতে দেবেন, তারা এসব ব্যবহারে অভ্যস্ত তো ?


গঙ্গাধর কয়াল : অভ্যস্ত। কোরাকাটি... মণিপুরে এরা অভ্যস্ত। সন্দেশখালিতে আমার বিজেপির অভ্যস্ত নেই কেউ।


প্রশ্নকর্তা : ম্যান পাওয়ার আপনার কাছে আছে ? 


গঙ্গাধর কয়াল : ম্যান পাওয়ার আছে। 


প্রশ্নকর্তা : বোমের কোনও সাপ্লাই লাগবে ?


গঙ্গাধর কয়াল : বোমের সাপ্লাই লাগবে না। এই হলেই ঠিক আছে। 


প্রশ্নকর্তা : কার্তুজ কতগুলো লাগবে ?


গঙ্গাধর কয়াল : ৩০টা চালাতে গেলে অন্তত...এগুলো ধরুন কী পর্যায়ে আছে ? কোনওটায় ৬টা থাকে, কোনওটায় সিঙ্গল থাকে। সিঙ্গল নয়, সব ৬।  ধরুন ১২টা করে দেবেন। তাহলে ৩৬০। ডবল না থাকলে মুশকিল।  


প্রশ্নকর্তা : হওয়ার পরে মাল কিন্তু পুরো ফেরত দিতে হবে । নাহলে কিন্তু চাপ...


গঙ্গাধর কয়াল : (হেঁসে) না না ঠিক আছে।


প্রশ্নকর্তা : ফায়ারিং যদি হয় ফুল কালেকশন করে ডেস্ট্রয় করে দিতে হবে । 


গঙ্গাধর কয়াল : ডেস্ট্রয় করতে হবে। ঠিক...


প্রশ্নকর্তা : মহিলাদের আর কোনও চাহিদা ? 


গঙ্গাধর কয়াল : কোনও ডিমান্ড বলতে, আমাদের এই ৫টি বুথে যাঁরা আন্দোলনকারী আছেন, তাঁদের আর্থিক দিকটা দেখলে ...


প্রশ্নকর্তা : মানে আন্দোলনকারীদের আগে যে আন্দোলন করার জন্য যে টাকা-পয়সা দেওয়া হচ্ছিল, ওটা এখন বন্ধ হয়েছে। সেটা আবার একটু রানিং করা ?


গঙ্গাধর কয়াল : হ্যাঁ, রানিং করা...


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।