নয়াদিল্লি:অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh Assembly) এবং সিকিমে (Sikkim Assembly) বিধানসভা নির্বাচনে ভোটগণনার দিন বদলাল জাতীয় নির্বাচন কমিশন (ECI On Poll Counting Date) । রবিবার কমিশন জানিয়েছে, ২ জুন, ওই দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা হবে। আগে ৪ জুনই ভোটগণনার কথা বলা হয়েছিল।

  


বিশদ...
দুই রাজ্যের চলতি বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২ জুন। ৪ জুন ভোটগণনা হলে দুদিন অরুণাচল প্রদেশ ও সিকিমে কোনও বৈধ, নির্বাচিত সরকার থাকত না। সে কথা গণনার দিন বদলের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এর ফলে ২ জুনই দুই রাজ্যের বিধানসভায় কী হতে চলেছে, সেই ছবি স্পষ্ট হয়ে যাবে। তবে, এর ফলে যে অরুণাচল এবং সিকিমে লোকসভা ভোটের নির্ঘণ্টে কোনও বদল হচ্ছে না, সেটিও জানিয়ে দিয়েছে কমিশন। ৫৪৩ আসনের লোকসভায় আগামী ১৯ এপ্রিল থেকে ভোট শুরু হওয়ার কথা। অরুণাচল এবং সিকিমে প্রথম দফাতেই ভোট। একই সঙ্গে এই রাজ্যের ভোটাররা বিধানসভা নির্বাচনেও অংশ নেবেন। 


নির্বাচন সম্পর্কে...
আগামী ১৬ জুন চলতি লোকসভার মেয়াদ শেষ হচ্ছে। তার আগে, গত কাল, শনিবার, লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। দিল্লি দখলের লড়াইয়ের এই নির্ঘণ্ট অনুযায়ী, এবার লোকসভা নির্বাচন শুরু হচ্ছে ১৯ এপ্রিল। নির্বাচন হবে ৭ দফায়। ২০১৪ সালে লোকসভা নির্বাচন ঘোষণা হয়েছিল ৫ মার্চ। ২০১৯-এ নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হয়  ১০ মার্চ। ২০২৪-এ নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হল  ১৬ মার্চ। নির্বাচন কমিশন জানাল, বাংলাতেও ৭ দফায় হবে লোকসভা ভোট । বাংলা-সহ উত্তরপ্রদেশ, বিহারে ৭ দফাতেই হবে ভোট । লোকসভা ভোটের সঙ্গেই দেশজুড়ে ২৬টি কেন্দ্রে উপনির্বাচন হবে। বাংলা, গুজরাত, হরিয়ানা, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশে বিধানসভা উপনির্বাচন। ভোটের তৃতীয় দফায় ভগবানগোলা, সপ্তম দফায় বরানগরে উপনির্বাচন হবে। 





কমিশনের তরফে জানানো হয়, ২ বছর ধরে ভোটের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। এবার প্রথম ভোটারের সংখ্যা প্রায় ১ কোটি ৮২ লক্ষ। তার মধ্যে ১৮ থেকে ৩০ বছরের ভোটার সংখ্যা সাড়ে ২১ কোটি। অর্থাৎ এবার যুবশক্তির ভোটের উপর অনেকটাই নির্ভর করছে দেশের আগামী। ভোট হিংসা রুখতেও এবার তৎপর প্রশাসন। তাই প্রতিটি জায়গায় যথেষ্ট সংখ্যক কেন্দ্রীয় বাহিনী রাখার কথা বললেন কমিশনার। পেশিশক্তি রুখতে পর্যাপ্ত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী থাকবে। প্রতি জেলায় খোলা থাকবে কন্ট্রোল রুম।