কলকাতা: পঞ্চায়েত নির্বাচন ঘিরে হিংসা, অশান্তি, খুনোখুনি ঘটেছে বিস্তর (Panchayat Elections 2023)। নির্বাচনী ফলাফল প্রকাশের পরও বিরতি নেই তাতে। সেই আবহেই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে সাক্ষাৎ করলেন বঙ্গ বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। ভোট পরবর্তী হিংসা নিয়ে সেখানে আলোচনা হয়েছে বলে বিজেপি-সূত্রে খবর (BJP)। সাক্ষাৎ শেষে সুকান্ত জানান, ২০২৪-এর লোকসভা নির্বাচনে অবশ্যই ভাল করবে বিজেপি। 


পঞ্চায়েত নির্বাচন ব্যাপক হিংসা, অশান্তি নিয়ে এর আগে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করেন শাহ। এদিন সুকান্তের সঙ্গে বৈঠক করেন তিনি। সন্ধে ৬টা নাগাদ দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে বৈঠক হয় দু'জনের মধ্যে। বাংলার পরিস্থিতি নিয়ে আলোচনা হয় দু'জনের মধ্যে। পঞ্চায়েত নির্বাচন চলাকালীন এবং ভোট পরবর্তী হিংসা নিয়েও কথা হয়। এর আগে, নির্বাচন চলাকালীনও সুকান্তের সঙ্গে ফোনে দু'বার কথা হয় স্বরাষ্ট্রমন্ত্রীর। 



শাহি-বৈঠক সেরে এদিন সংবাদমাধ্যমের মুখোমুখই হন সুকান্ত। তিনি বলেন, "অগাস্টে বাংলা সফরে আসবেন অমিত শাহ। বাংলায় বিজেপি-র কার্যকর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি জনসভাও করবেন।" তৃণমূলকে আক্রমণ করে সুকান্ত বলেন, "বিজিত বিজেপি কার্যকর্তাদের দলে যোগ দেওয়াচ্ছে তৃণমূল। তার জন্য বাইরে পাঠিয়ে দিতে হচ্ছে। আগামী দিনে বাংলা থেকে তৃণমূলকে সমূলে উৎপাটিত করব আমরা।" বাংলায় হিংসা কমাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কোনও ব্যবস্থাই নেয়নি বলে অভিযোগ করেন সুকান্ত। 


আরও পড়ুন: Amit Shah: রক্তক্ষয়ী সন্ত্রাসের মধ্যেও আসন বেড়েছে BJP-র, বললেন শাহ, ৩৮-এর থেকে ২২ বুঝি বেশি! পাল্টা অভিষেক


পঞ্চায়েত নির্বাচনে হিংসা নিয়ে এদিন মুখ খোলেন শাহও। ট্যুইটারে তিনি লেখেন, 'পশ্চিমবঙ্গের এই রক্তক্ষয়ী সন্ত্রাস বিজেপি-কে পঞ্চায়েত নির্বাচনে দুর্দান্ত ফল করা থেকে থামাতে পারেনি। বিজেপি আগের নির্বাচনের তুলনায় তার আসন সংখ্যা প্রায় দ্বিগুণ বৃদ্ধি করেছে, যাতে প্রমাণিত যে আমাদের ওপর জনগণের আস্থা বৃদ্ধি পেয়েছে'।


শাহের ট্যুইট নিয়ে যদিও কটাক্ষ ছুড়ে দেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "৩৮ যদি ২২-এ নামে, সেটা বাড়া না কমা! অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। ওঁর যদি মনে হয় বিজেপি-র ভোট বেড়েছে, তাহলে বিজেপি-র বেড়েছে! এমন লোক যদি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হন, যিনি মনে করেন ২২, ৩৮-এর থেকে বেশি, তাহলে দেশের অবস্থা কেমন অনেক, বুঝতে পারছি আমরা সবাই।" যদিও সুকান্তের দাবি, ২০২৪-এর লোকসভা নির্বাচনে দ্বিগুণ ভোটে তৃণমূলকে হারাবে বিজেপি।