কলকাতা: নির্বাচনী প্রচারে গিয়ে আহত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে জরুরি অবতরণ হেলিকপ্টারের। তড়িঘড়ি নামতে গিয়ে চোট পেলেন মমতা। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে কলকাতায় আনা হচ্ছে বলে জানা গিয়েছে। তা জানতে পেরে মমতাকে ফোন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। খোঁজ নিলেন স্বাস্থ্যের। 


রাজভবন সূত্রে জানা যাচ্ছে, জরুরি অবতরণের কথা জানতে পেরেই ফোন করেন রাজ্যপাল। কেমন আছেন, কী করে ঘটল, কথা হয় দু’জনের মধ্যে। চোট কতটা গুরুতর, তাও জানতে চান রাজ্যপাল। এদিনই কলকাতা এসে পৌঁছবেন বলে জানা গিয়েছে। কলকাতার চিকিৎসকরাও দেখবেন মমতাকে। তবে দুর্ঘটনার পর মমতা যথেষ্ট ব্যথা পেয়েছেন বলে জানা যাচ্ছে।


মমতা আহত হয়েছেন জানতে পেরে এদিন সংবামাধ্যমে প্রতিক্রিয়া জানান নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি থাকা পার্থ চট্টোপাধ্যায়ও। তাঁর বক্তব্য, "মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত সুস্থ হয়ে উঠুন। ভগবানের কাছে প্রার্থনা করি, উনি সুস্থ হয়ে উঠুন তাড়াতাড়ি।"


এদিন জলপাইগুড়ির ক্রান্তি থেকে বাগডোগরার উদ্দেশে রওনা দেন মমতা। সবমিলিয়ে  ১৫ মিনিটের রাস্তা।  সময় লাগার কথা। কিন্তু মাঝপথেই আকাশ কালো করে প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়। আবহাওয়া এতটাই খারাপ ছিল যে গতিপথ একেবারে ঝাপসা হয়ে যায়। সেই সময় বৈকুণ্ঠপুরের ঘন জঙ্গলের উপর ছিল হেলিকপ্টার। তাই সেখানে অবতরণের কোনও সুযোগ ছিল না। তাই কপ্টার ঘুরিয়ে নেন পাইলট। সেবকে বায়ুসেনার ঘাঁটিতে এয়ারবেসেই জরুরি অবতরণ হয়। সেখানেই কপ্টার থেকে নামতে গিয়ে কোমর ও পায়ে চোট পান মমতা।


আরও পড়ুন: Mamata Banerjee: দুর্যোগের মধ্যে জরুরি অবতরণ, পায়ে-কোমরে চোট পেলেন মমতা, আনা হচ্ছে কলকাতায়


জানা গিয়েছে,  সেবক বায়ুসেনা ঘাঁটির কর্তারা মুখ্যমন্ত্রী ও কপ্টারের অন্যান্য যাত্রীদের পাশের সেনা কার্যালয়ে নিয়ে যান। সেখান থেকে গাড়িতে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন তাঁরা। কলকাতার উদ্দেশে রওনা দিচ্ছেন। মমতা প্রচণ্ড ব্যথা অনুভব করছেন। তাই চোট কতটা গুরুতর খতিয়ে দেখবেন কলকাতার চিকিৎসকরা। ইতিমধ্যে প্রাথমিক চিকিৎসা হয়েছে তাঁর।


উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রীর নির্বাচনী সভা ছিল। মালবাজার ব্লকের ক্রান্তির ভাণ্ডারী ময়দানে পঞ্চায়েত ভোটের প্রচার করেন মমতা। গতকাল কোচবিহারে প্রথম নির্বাচনী সভা করেন মুখ্যমন্ত্রী। ২০২৪-এর লোকসভা ভোটের আগে উত্তরবঙ্গে বিজেপির শক্ত ঘাঁটিতে আঘাত হানাই তৃণমূলের লক্ষ্য। তাই দলীয় কর্মীদের মনোবল বাড়িয়ে সংগঠনকে শক্তিশালী করতে উত্তরবঙ্গ থেকে পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করেছেন মমতা। সাধারণত পঞ্চায়েত ভোটের প্রচারে নামেন না তিনি। সেদিক থেকে এবারের নির্বাচন ব্যতিক্রম।  তার মধ্যেই এ দিন দুর্যোগের পড়ে তাঁর কপ্টার।