বীরভূম:  ভোটের দিন বীরভূমের খয়রাশোলের কদমডাঙা জে বি স্কুলের কাছে বুথের কাছেই জঙ্গলের মধ্যে থেকে উদ্ধার বস্তাভর্তি সকেট বোমা। গোপন সূত্রে খবর পেয়ে ভোটের দিন সকালে ২০টিরও বেশি বোমা উদ্ধার করে পুলিশ। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। খবর দেওয়া হয়েছে বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। ভোটের দিন বোমা উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। 


অষ্টম দফার ভোটগ্রহণ ঘিরে একাধিক অশান্তির অভিযোগ সামনে এসেছে।


ময়ূরেশ্বরের বিননগরী গ্রামে আক্রান্ত বিজেপি প্রার্থী শ্যামাপদ মণ্ডলের ভাই বিশ্বজিৎ মণ্ডল। মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শাসক শিবিরের দাবি, উল্টে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই তাদের উপর হামলা চালায়। তিন তৃণমূল কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়।


ময়ূরেশ্বর বিধানসভার বেজা গ্রামে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। মাথা ফাটল এক তৃণমূল কর্মীর। ঘটনাস্থলে ময়ূরেশ্বর থানার পুলিশ।


ময়ূরেশ্বর বিধানসভার প্রজাপাড়া ১৯৭, ১৯৮ ও ১৯৮ এ এই তিনটি বুথে বিজেপি এজেন্টদের বুথে বসতে বাধা। পরে এজেন্টদের গিয়ে বুথে বসান বিজেপি প্রার্থী শ্যামাপদ মণ্ডল। অন্যদিকে, ভোটারদেরও বাধা দেওয়ার অভিযোগ ওঠে। বিজেপি প্রার্থীকে দেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। পরে  কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গিয়ে দেখেন সেখানে রান্না চলছে। বাহিনী জমায়েত হঠিয়ে দেয়।


লাভপুর বিধানসভার পূর্ণা গ্রামে ১৩২ নম্বর বুথে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। তৃণমূলের অভিযোগ, বহিরাগতদের নিয়ে জমায়েত করে বিজেপি। তৃণমূল কর্মীরা প্রতিবাদ করায় সংঘর্ষ বাধে। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী।


লাভপুরের বিষয়পুর গ্রামে বুথের বাইরে তৃণমূল কর্মীদের বেআইনি জমায়েত। লাঠি উঁচিয়ে জমায়েত হঠায় পুলিশ। বুথের বাইরে বিজেপির পতাকা খুলে দেয় কেন্দ্রীয় বাহিনী।


ভোটের দিন সকালে লাভপুর বিধানসভার হাতিয়া-হাজরাপাড়া গ্রামে বোমা উদ্ধার। একজনকে আটক করেছে পুলিশ। বিজেপি সমর্থকদের দাবি, গতকাল রাতে বোমা খোঁজার অছিলায় পুলিশকে সঙ্গে নিয়ে গ্রামে চড়াও হয় তৃণমূল কর্মীরা। বিজেপি সমর্থকদের বাড়িতে হামলা চালানোর পাশাপাশি তৃণমূল কর্মীরা ভোট না দেওয়ার হুমকি দিয়ে যায় বলে অভিযোগ। যদিও এদিন সকালে ভোট দেন গ্রামবাসীরা।


বোলপুর বিধানসভার ইলামবাজারের খয়েরবুনি ও তুলামোড়া গ্রামে ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গ্রামবাসীদের অভিযোগ, গত চারটি নির্বাচনে ভোট দিতে পারেননি তাঁরা। কেন্দ্রীয় বাহিনী গ্রামে গিয়ে আশ্বাস দিয়ে ফিরে যায়। এরপরও আতঙ্কে ভোট দিতে যেতে পারছেন না ভোটাররা।


বোলপুর বিধানসভার অন্তর্গত বোলপুর পুর এলাকায় বিজেপির বুথ অফিস ভেঙে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গতকাল রাতের ঘটনা। হামলার অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির।


নির্বাচনের আগের রাতে বোলপুর বিধানসভার পাড়ুইয়ে উত্তেজনা। বাতিকার গ্রামে তৃণমূলের ইলামবাজার ব্লকের সাধারণ সম্পাদক বদরুদ্দোজা রহমানের নির্মীয়মাণ বাড়িতে বোমাবাজি। হামলার অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি তাজা বোমা। রাতেই ওই এলাকায় যায় পাড়ুই থানার পুলিশ। অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির।