WB Election 2021: তৃতীয় দফার ২৬ শতাংশ প্রার্থীর নামে ফৌজদারি মামলা!

পশ্চিমবঙ্গে মোট ৮ দফায় হচ্ছে নির্বাচন। যার মধ্যে প্রথম দফায় ৩০টি কেন্দ্রে ভোটগ্রহণ আগামীকাল, শনিবার। তবে চমকে দেওয়ার মতো তথ্য সামনে আসছে তৃতীয় দফাকে কেন্দ্র করে।

Continues below advertisement

নয়াদিল্লি: পশ্চিমবঙ্গে মোট ৮ দফায় হচ্ছে নির্বাচন। যার মধ্যে প্রথম দফায় ৩০টি কেন্দ্রে ভোটগ্রহণ আগামীকাল, শনিবার। তবে চমকে দেওয়ার মতো তথ্য সামনে আসছে তৃতীয় দফাকে কেন্দ্র করে।

Continues below advertisement

নির্বাচনী পর্বে তৃতীয় দফায় ভোটগ্রহণ ৬ এপ্রিল। সেদিন ভাগ্যপরীক্ষা ২০৫ প্রার্থীর। চমকে দেওয়ার মতো তথ্য হচ্ছে, নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, মোট প্রার্থীদের ২৬ শতাংশ জানিয়েছেন, তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর)-এর তথ্য থেকে সে কথাই জানা গিয়েছে।

কাল শনিবার রাজ্যে প্রথম দফায় পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়ার ৩০ আসনে ভোটগ্রহণ। সকাল সাতটা থেকে শুরু হবে ভোটগ্রহণ। মোতায়েন করা হয়েছে ৭৩২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

এডিআরের রিপোর্ট অনুযায়ী, তৃতীয় দফায় যে ২০৫ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা, তাঁদের মধ্যে ৫৩ জন (২৬ শতাংশ) জানিয়েছেন তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। ৪৩ জন (২১ শতাংশ) প্রার্থী হলফনামায় জানিয়েছেন, তাঁদের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে।

যে ২০৫ জন প্রার্থীর তথ্য দেখা হয়েছে, তাঁদের মধ্যে ৩১ জন বিজেপির প্রার্থী। তাঁদের মধ্যে ১৯ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। সিপিএমের ১৩ জন প্রার্থীর মধ্যে ৮ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। কংগ্রেসের ৭ জন প্রার্থীর মধ্যে তিনজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ৩১ জন প্রার্থীর মধ্যে ১১ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে।এসইউসিআই-এর ১৮ জন প্রার্থীর মধ্যে দুজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে।

রাত পোহালেই শুরু ভোটগ্রহণ, প্রথম দফায় কোন কোন হেভিওয়েটের পরীক্ষা?

এমনিতেই ভোট নিয়ে হিংসাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর চলছে। পূর্ব মেদিনীপুরের পটাশপুর, এগরা, ভগবানপুর, খেজুরিতে অশান্তির আশঙ্কা করছে তৃণমূল। নন্দীগ্রামে বহিরাগত দুষ্কৃতীদের জড়ো করছে বিজেপি, কমিশনে এ নিয়ে নালিশ করেছে তৃণমূল। গুন্ডা এনেছে তৃণমূল, পাল্টা অভিযোগ গেরুয়া শিবিরের।

বিজেপিকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। বহিরাগতদের দিয়ে ভোট চালনা করতে চাইছে বিজেপি, কাঁথিতে বন্দুক সহ উত্তরপ্রদেশের ৩০ জন গুণ্ডা ধরা পড়েছে, অভিযোগ করেছেন মমতা। গুণ্ডা কারা আনে সবাই জানে, পাল্টা প্রতিক্রিয়া গেরুয়া শিবিরের।

Continues below advertisement
Sponsored Links by Taboola