কলকাতা: কমিশনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ করোনায় মৃত প্রার্থীর স্ত্রীর। উপ নির্বাচন কমিশনারের বিরুদ্ধে অভিযোগ কাজল সিন্হার পরিবারের। খড়দা থানায় সুদীপ জৈনের বিরুদ্ধে অভিযোগ দায়ের প্রার্থীর স্ত্রীর। ২৫ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে খড়দার তৃণমূল প্রার্থীর মৃত্যু। এব্যাপারে এখনও পর্যন্ত কমিশনের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
রাজ্য বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফায় ২২ এপ্রিল খড়দা আসনে ভোটগ্রহণ হয়েছে। তার আগের রাতে করোনা আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হন খড়দার তৃণমূল প্রার্থী। কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু কাজল সিনহার। তিন দিন ভেন্টিলেশনে থাকার পর মৃত্যু হয় তাঁর। তাঁর মৃত্যুর পরই নির্বাচন কমিশনের দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল কংগ্রেস।
এদিন নির্বাচন কমিশনকে খুনি, হত্যাকারীকে বলে তোপ দাগেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তিনি জানান, একাধিক চিঠি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে। যার মধ্যে ৩০ টি চিঠিতে বলা হয়েছে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম ভোট একসঙ্গে করতে। এটা বিজেপি কমিশন। শাহ আর মোদি কমিশন।