কলকাতা: অস্থাবর সম্পত্তি ১ কোটি টাকার বেশি। স্থাবর সম্পত্তি বলতে নিউটাউনে ১ কোটি টাকার ফ্ল্যাট। অগ্মিমিত্রা পালের মাথার ওপর ঋণের বোঝাও কোটি টাকার বেশি। আজকের ‘আয়-ব্যয়ে’ আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিজেপির তারকা প্রার্থীর সম্পত্তির খতিয়ান৷


পশ্চিম বর্ধমানের আসানসোল দক্ষিণ কেন্দ্রে পদ্ম ফোটানোর দায়িত্ব এবার তাঁর কাঁধে।এই কেন্দ্রে অগ্মিমিত্রার লড়াই ঘাসফুল শিবিরের তারকা প্রার্থী সায়নী ঘোষ ও সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী প্রশান্ত ঘোষের সঙ্গে।


গত ৫ এপ্রিল মনোনয়ন জমা দিয়েছেন বিজেপির তারকা প্রার্থী। সেই সঙ্গে হলফনামা দিয়ে জানিয়েছেন, তাঁর বিষয়-আশয়ের খতিয়ান।


হলফনামা অনুযায়ী, ২০১৯-২০ আর্থিক বছরে ফ্যাশন ডিজাইনার অগ্মিমিত্রা আয় করেছেন ২১ লক্ষ ৯৪ হাজার ৮৪০ টাকা। ব্যবসায়ী স্বামী পার্থ পাল আয় করেছেন ১ কোটি ২৮ লক্ষ ১৪ হাজার ৩০০ টাকা। তবে বার্ষিক আয় ছাড়া বিজেপি প্রার্থীর স্বামীর আর কোনও সম্পত্তির উল্লেখ নেই হলফনামায়।


অগ্মিমিত্রা জানিয়েছেন, মনোনয়ন জমা দেওয়ার সময় হাতে নগদ ছিল ৬৪ হাজার টাকা। ৯টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেভিংস ও এফডি মিলিয়ে তাঁর সঞ্চয় ৫ লক্ষ ৬৮ হাজার ২৫৮ টাকা।  গোল্ড বন্ডে ৫ লক্ষ ৮০ হাজার ৯০০ টাকা বিনিয়োগ করেছেন বিজেপি প্রার্থী। এছাড়া করেছেন একাধিক এলআইসি পলিসি।


পেশায় ফ্যাশন ডিজাইনার প্রার্থীর কোনও গাড়ি নেই। তবে সোনা আছে ৮৩০ গ্রাম। যার বর্তমান দাম ৩৬ লক্ষ ৭৬ হাজার ৭০ টাকা। সব মিলিয়ে অগ্মিমিত্রার অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ১০ লক্ষ ৮৯ হাজার ২৩১ টাকা। 


হলফনামা অনুযায়ী, বিজেপি প্রার্থীর স্থাবর সম্পত্তি বলতে নিউটাউনে আছে ২ হাজার ৩৬৬ বর্গফুটের ফ্ল্যা যার বর্তমান দাম ১ কোটি ২৮ লক্ষ ৭৫ হাজার ২৬ টাকা। স্থাবর-অস্থাবর মিলিয়ে অগ্মিমিত্রা পালের সম্পত্তি ২ কোটি ৩৯ লক্ষ ৬৪ হাজার ২৫৭ টাকার।বিজেপির তারকা প্রার্থীর ঋণ রয়েছে ১ কোটি ১৯ লক্ষ ৭১ হাজার ২৭০ টাকা। 


হলনামায় বিজেপি প্রার্থী জানিয়েছেন, তাঁর নামে ফৌজদারি মামলা রয়েছে।