কলকাতা: তৃণমূলের পতাকা নিয়ে যাঁরা বুথে যাবেন তাঁরাও ভোটটা আমাকেই দেবে। ভোট প্রচারে নেমে আত্মবিশ্বাসের সুর বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র গলায়। ঢাক নিয়ে শুক্রবার সন্ধে নাগাদ প্রচারে নামেন বাবুল সুপ্রিয়। আর এই প্রচার পর্বে  টালিগঞ্জে বিজেপি প্রার্থী জানিয়ে দিলেন, এলাকার অলিগলি তিনি চেনেন। তাই তিনিই জিতবেন। তাঁর বক্তব্য, টালিগঞ্জে আমার বন্ধুরা সহকর্মীরা থাকেন। যাঁরা তৃণমূলের পতাকা নিয়ে বুথে যাবেন, তাঁরা ভোট বিজেপিকেই দেবেন। তাঁদের বন্ধু, সহকর্মী বাবুলকে দেবেন।


টালিগঞ্জের টক্কর জোরদার। ত্রিমুখী লড়াই। একদিকে, তৃণমূল প্রার্থী, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। আরেকদিকে, বিজেপির প্রার্থী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। প্রচারে ঝড় তুলেছে দু’পক্ষই। তবে ফাইনাল রেজাল্ট পাওয়া যাবে আগামী ২ মে। এদিন বাবুল সুপ্রিয় বলেন, আমি টালিগঞ্জের অলিগলি চিনি, জয়ের ব্যাপারে আশাবাদী। আমি টালিগঞ্জের পাড়ার ছেলে নই। কিন্তু ওতোপ্রতোভাবে জড়িত।


প্রতিদ্বন্দ্বিতা ত্রিমুখী। কিন্তু, মমতা আর মোদি মন্ত্রিসভার দুই সদস্যের লড়াইয়ে টালিগঞ্জে জোর টক্কর। প্রচারে খামতি রাখছে না কোনওপক্ষ। শুক্রবার সকালে বর্ণাঢ্য রোড শো করে, আলিপুরে জেলাশাসকের দফতরে মনোনয়ন জমা দেন তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস। সন্ধেয় বাবুল সুপ্রিয়র প্রচার। টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে গড়িয়া অবধি রোড শো করেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। হুড খোলা জিপে সপরিবারে বাবুল। নিজেই চালকের আসনে। সঙ্গে বাজালেন ঢাকও।


আরও পড়ুন: WB Election 2021: বরানগরে বিজেপির প্রার্থী হয়ে পার্নোর মুখে জ্যোতি বসুর নাম


চতুর্থ দফায়, অর্থাৎ আগামী ১০ এপ্রিল, ভোট টালিগঞ্জে। তবে যুযুধান প্রধান দু’পক্ষই বলছে, জনমত যাবে তাদের পক্ষে। এদিন অরূপ বিশ্বাস বলেন, কাজ করেছি, জয় নিশ্চিত। এদিন প্রচারে নেমে প্রতিপক্ষকে কটাক্ষ করতে ছাড়েননি বাবুল সুপ্রিয়। তিনি বলেন, বিশ্বাস ভাইদের আধিপত্য শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি নয়। গোটা টালিগঞ্জেও। বিশ্বাস ভাইরা শুধু নাম। ওদের কোনও বিশ্বাস নেই। পিসি-ভাইপোর সিন্ডিকেট। একানে তেমন দুই ভাইয়ের সিন্ডিকেট। তিনি বলেন বাংলার স্বার্থে তৃণমূলকে ভোট না দিয়ে বাম এবং কংগ্রেসকে বলব বিজেপিকে জিততে সাহায্য।


উল্লেখ্য, ভোটের লড়াইয়ের মধ্যেই বৃহস্পতিবার রাতে ভবানীপুরের হরিশ মুখার্জি রোডের একটি ধাবায় অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় বাবুল সুপ্রিয়কে। তাঁর দাবি, ধাবা-তে পৌঁছনো মাত্রই তৃণমূলের লোকজন গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। একসময় গাড়ি থেকে নেমে বাবুল তাঁদের বোঝাতে যান। তারপরও বিক্ষোভ বন্ধ হয়নি। টালিগঞ্জের বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা তাঁকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যান। যদিও এই ঘটনায় কোথাও অভিযোগ জানাননি বাবুল সুপ্রিয়।