মালদা : গুলিবিদ্ধ বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা । মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা  সাহাপুর এলাকায় গিয়েছিলেন । সেই সময় তাঁকে লক্ষ্য করে গুলি করা হয় । তাঁর গলা লক্ষ্য করে গুলি করা হয় । এই মুহূর্তে তাকে মালদা মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে।  সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন । 


 


চিকিৎসকরা জানাচ্ছেন তার অবস্থা স্থিতিশীল।  এখনও পর্যন্ত বিজেপি তরফে কোন অভিযোগ করা হয়নি । কে বা কারা এ ঘটনার নেপথ্যে থাকতে পারে, তা নিয়ে বিজেপি কোনও বিবৃতিও দেয়নি। অত্যন্ত জনবহুল এলাকায় কে বা কারা গুলি চালাল ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে । প্রাথমিকভাবে পুলিশ মনে করছে অত্যন্ত কাছ থেকে কেউ গুলি চালিয়েছে । খুব কাছ থেকেই তাঁকে টার্গেট করা হয় । ঘটনার নেপথ্যে কারা এ বিষয়ে পুলিশ এখনও পর্যন্ত কাউকে সন্দেহভাজনের তালিকায় আনেনি । ঘটনাস্থলে পৌঁছে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে । 


 


রবিবারই নদিয়ার চাকদা থানার শিমুরালিতে এক বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। তৃণমূলের বিরুদ্ধে উঠল খুনের অভিযোগ।  পরিবারের লোকজনও স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধেই খুনের অভিযোগ তুলেছে। শিমুরালির ২১১ নম্বর বুথে ভোট প্রক্রিয়া চলাকালীন লাইন ঠিক করছিলেন দিলীপ। সেই সময় তাঁকে বিজেপির এজেন্ট ঋষিপন বিশ্বাসের সামনেই হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এরপর আজ সকালে বাড়ির অদূরে বাগানে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজন। সেইসময় তাঁর কান এবং মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল। এই অবস্থায় তাঁকে চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়ে দেন, আগেই মৃত্যু হয়েছে দিলীপের।


 


অন্যদিকে ভোট মিটতেই শনিবার রাতে মধ্যমগ্রামে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় জখম চার বিজেপি কর্মী। এক বিজেপি কর্মী সংবাদ সংস্থাকে জানিয়েছেন, "দলীয় কর্মী রাজ কুমার ঘোষ গুরুতর জখম। তাঁকে প্রথমে মধ্য়মগ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বারাসত স্টেট জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অন্যদের মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতালেই চিকিৎসা চলছে।"