কলকাতা: বিজেপি নেতা সায়ন্তন বসুর প্রচারে ২৪ ঘণ্টা নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। আজ সন্ধে ৭টা থেকে আগামীকাল সন্ধে ৭টা পর্যন্ত প্রচারে অংশ নিতে পারবেন না তিনি। 


শীতলকুচিতে গুলি চালনা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন বিজেপি নেতা। বৃহস্পতিবার তাঁকে শো-কজ করেছিল নির্বাচন কমিশন। ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছিল তাঁকে। নির্বাচন কমিশনের নোটিশের জবাবও দেন বিজেপি নেতা।


ঠিক কী বলেছিলেন সায়ন্তন বসু?


রাজ্যে চতুর্থ দফার ভোটে শীতলকুচিতে গুলিতে মৃত্যু হয় ৪ জনের। ওই ঘটনার পর শোলে ছায়াছবির সংলাপ অনুসরণ করে সায়ন্তন বলেছিলেন, তোমরা একজনকে মারলে আমরা চারজনকে মারবো। জলপাইগুড়ির বানারহাটে একটি জনসভায় সায়ন্তন বলেন, “খেলা বেশি খেলতে যেও না, শীতলকুচি খেলে দেব৷ জীবনে প্রথমবার ভোট দিতে যাওয়া আনন্দ বর্মনকে হত্যা করেছে ওরা। সে বিজেপির শক্তিকেন্দ্র প্রমুখের ভাই ছিল। আমরা এর পর আর অপেক্ষা করব না। চার জনকে ইতিমধ্যেই স্বর্গে পাঠানো হয়েছে। শোলে সিনেমায় একটা ডায়লগ ছিল যদি আপনাদের মনে থাকে, তুমি একটা মারলে আমরা চারটে মারবো। শীতলকুচি তার সাক্ষী থাকল। তোমরা একটা মারলে, আমরা চারটে মারবো।“


এরপর তাঁকে শো-কজের নোটিশ ধরায় কমিশন। ওই নোটিশের জবাবে সায়ন্তন তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। সূত্রের খবর, সায়ন্তন বলেন, সাম্প্রদায়িক বিভাজন তৈরির চেষ্টা করছে তৃণমূল। কিন্তু তাঁর জবাবে যে নির্বাচন কমিশন সন্তুষ্ট তা কমিশনের পদক্ষেপেই স্পষ্ট।


শীতলকুচি নিয়ে মন্তব্যের জেরে দিলীপ ঘোষের প্রচারে ২৪ ঘণ্টা নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন। বিবৃতি জারি করে কমিশন জানিয়েছে, নির্বাচনের বিধি ভঙ্গ করেছেন বিজেপি রাজ্য সভাপতি। তাই বৃহস্পতিবার সন্ধে ৭টা থেকে শুক্রবার সন্ধে ৭টা পর্যন্ত প্রচার করতে পারবেন না তিনি বলে জানিয়ে দেয় কমিশন। 


গত রবিবারবরানগরের প্রচার সভা থেকে হুঙ্কার দিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি  দিলীপ ঘোষ। শনিবার কোচবিহারের শীতলকুচিতে ভোট চলাকালে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার জনের মৃত্যু হয়েছে। ওই ঘটনার প্রসঙ্গ টেনে দিলীপ ঘোষ বলেছিলেন, ‘শীতলকুচিতে দুষ্টু ছেলেরা গুলি খেয়েছে। এই দুষ্টু ছেলেরা থাকবে না বাংলায়। কেউ আইন হাতে নিলে এটা সারা বাংলায় হবে। ১৭ তারিখও কেন্দ্রীয় বাহিনী বুথে থাকবে। কেউ বাড়াবাড়ি করলে, জায়গায় জায়গায় শীতলকুচি হবে।’ দিলীপ ঘোষ বলেছিলেন, সেন্ট্রাল ফোর্স হাতে বন্দুক নিয়ে ঘুরতে আসেনি।  কেউ লাল চোখ দেখাতে পারবে না। কেউ বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে।