West Bengal Election 2021: নন্দীগ্রামে বিজেপি কর্মীর রহস্যমৃত্যু, বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

এরইমধ্যে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের পূর্ব ভেকুটিয়ায় বিজেপি কর্মীর রহস্যমৃত্যু। বাড়ি থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ। মৃত বিজেপি কর্মীর নাম উদয়শঙ্কর দুবে।

Continues below advertisement


নন্দীগ্রাম:  রাজ্য বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ৩০ টি আসনে ভোটগ্রহণ চলছে।এরমধ্যে রয়েছে নজরকাড়া কেন্দ্র নন্দীগ্রাম।  নন্দীগ্রামে ভোটগ্রহণ চলছে।এরইমধ্যে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের পূর্ব ভেকুটিয়ায় বিজেপি কর্মীর রহস্যমৃত্যু। বাড়ি থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ। মৃত বিজেপি কর্মীর নাম উদয়শঙ্কর দুবে। পরিবারের দাবি, কয়েকদিন ধরে হুমকি দিচ্ছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। সেই চাপ সহ্য করতে না পেরেই ওই বিজেপি কর্মী আত্মঘাতী হন বলে পরিবারের দাবি।যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

Continues below advertisement

অন্য দিকে, সোনাচূড়ার কালীচরণপুরে বোমাবাজির ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এছাড়াও আরও কিছু অশান্তির খবর সামনে এসেছে।নন্দীগ্রামের রাজারামচকে নির্বাচন কমিশনের ভুয়ো পরিচয়পত্র নিয়ে বুথে ঢোকার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। 


সকলকে দেখিয়েই ভোটদান চলছে। বুথের ১০০ মিটারের মধ্যে বেআইনি জমায়েত রয়েছে। কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে কাজে লাগানো হচ্ছে না বলে অভিযোগ নন্দীগ্রামের সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। এদিন বিভিন্ন বুথ ঘুরে দেখেন বাম প্রার্থী। 

 

নন্দীগ্রামের সোনাচূড়ার নেতাজি মোড় এলাকায় রাত থেকে শুরু হয় বোমাবাজি। স্থানীয়দের অভিযোগ, ভোটারদের ভয় দেখাতে বহিরাগতদের এনে বোমাবাজি করে বিজেপি। গেরুয়া শিবিরের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

নন্দীগ্রামের বয়ালের বলরামপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথে তৃণমূল এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। প্রিসাইডিং অফিসারের দাবি, অন্য রাজনৈতিক দলের এজেন্ট থাকলেও, এই বুথে তৃণমূলের কোনও এজেন্ট নেই। এর পাশাপাশি, বিজেপির অভিযোগ, ভোটদানে বাধা দেয় তৃণমূল কর্মীরা। এনিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীরা। পরে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। 

নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের কালীচরণপুরে রাতভর বোমাবাজি। সকালেও বোমাবাজি হয়। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ভোটারদের ভয় দেখাতে বোমাবাজি ও মারধর করে। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

ভোটের দিন সকালে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে বাইক বাহিনীর দাপট। বিজেপির অভিযোগ, নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা উড়িয়ে দাপিয়ে বেড়াচ্ছে তৃণমূলের বাইক বাহিনী। শাসক শিবিরের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

 

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola