কাটোয়া:  আসানসোলের সভা থেকে মুখ্যমন্ত্রীর অডিও টেপ নিয়ে মমতাকে নিশানা করেছিলেন প্রধানমন্ত্রী। এবার যার পাল্টা দিলেন তৃণমূল নেত্রী। মমতা বলেন, ''আপনি আমার ফোন ইন্টারসেপ্ট করেছেন। প্রধানমন্ত্রী, আপনার লজ্জা করে না ?''

অডিওটেপ নিয়ে মোদিকে নিশানা

এদিন আসানসোলের নির্বাচনী সভায় প্রধানমন্ত্রী বলেন, ''মৃত্যু নিয়েও রাজনীতি করছেন উনি। কত নীচে নামতে পারেন দিদি।'' পূর্ব বর্ধমানের কাটোয়ায় যার উত্তর দেন তৃণমূল নেত্রী।তিনি বলেন, ''আপনি আমার ফোন ইন্টারসেপ্ট করেছেন ,আপনার লজ্জা করে না। আপনি আগে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করুন। তারপর মানুষকে মুখ দেখাবেন। আপনার লজ্জা করে না একজন চিফ মিনিস্টারের ফোন ইন্টারসেপ্ট করতে।''

এ প্রসঙ্গে শীর্ষ আদালতের নির্দেশ স্মরণ করান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ''ইন্টারসেপ্ট নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে। আমি অলরেডি সিআইডি তদন্ত করতে দিয়েছি। কে বা কারা এই টেপ করিয়েছে, তার তদ্ন্ত হবে। কতগুলো বাচ্চাকে গুলি করে মেরে দিয়েছে। আমি বলেছি, ডেডবডিগুলো রেখে দাও। আমি পরের দিন যাব। কোচবিহারে তো ভোট চলছিল। বহিরাগত হিসাবে আমি সেখানে কীভাবে যাব? ভোটের দিন আমি কী রে যাব। মিথ্যে কথার কাটাকুটি খেলছে মোদি-অমিত শাহ। প্রতিবার নির্বাচনের দিন রাজ্যে এসে মিথ্যে কথা বলে যাচ্ছে।''

'আর কত নীচে নামবেন ?'

শনিবার রাজ্যে পঞ্চম দফার নির্বাচনে আাসানসোলে যান প্রধানমন্ত্রী। সভামঞ্চ থেকেই তৃণমূল নেত্রীকে নিশানা করেন তিনি। মোদি বলেন, ''কোচবিহারে যা হয়েছে, তা নিয়ে একটা অডিও টেপ বাইরে এসেছে। পাঁচ জনের দুঃখজনক মৃত্যুর পরও এই ঘটনা নিয়ে দিদি রাজনীতি করছেন। ওই অডিও টেপ থেকেই তা প্রকাশ্যে চলে এসেছে। এই টেপে কোচবিহারের তৃণমূল নেতাকে মুখ্যমন্ত্রী বলছেন, মৃতদেহগুলি নিয়ে মিছিল করো। দিদি ভোটব্যাঙ্কের জন্য কতটা নীচে নামতে পারেন, এই টেপ তার উদাহরণ। এই টেপ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, মৃতদের নিয়েও নিজের রাজনীতির লাভ খুঁজে বেড়াচ্ছেন দিদি। তবে এটা নতুন ঘটনা নয়। রাজ্যে মৃতদেহ নিয়ে রাজনীতি দিদির পুরোনো অভ্যেস। এ বিষয়ে প্রতিবাদ করলেই তাদের পিষে দেওয়া হয়েছে।''

ভ্যাক্সিন না দিয়ে মিথ্যে বলছে

এদিন পূর্ব বর্ধমানের কাটোয়ায় মুখ্যমন্ত্রী বলেন,'' গত ৬মাস রাজ্যে কোনও করোনা হয়নি। একটা সময় পেয়েছিল কেন্দ্রীয় সরকার।সবাইকে ভ্যাক্সিন না দিয়ে মিথ্যে কথা বলে যাচ্ছেন প্রধানমন্ত্রী। কোনও বড় ভাইরাস এলে কমপক্ষে দু-বছর থাকে। গত বছর এসেছিল এ বছরও চলছে।এই সময়টাকে কাজে লাগাতে পারেনি কেন্দ্রীয় সরকার।''  

কোর্ট নিয়ে মোদির অভিযোগের জবাব

বিজেপির অভিযোগ, রাজ্যে তৃণমূলের শাসনে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। এদিন প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে যার উত্তর দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, '' উনি এসে বলছেন, বাংলায় নাকি ফাস্টট্র্যাক কোর্ট নেই? ওনার জানা উচিত, রাজ্যে ৮৮টা ফাস্ট ট্র্যাক কোর্ট আছে। এর মধ্যে ৪৫টা মহিলা কোর্ট আছে। আমি তিন দিনের মধ্যে বালুরঘাটের রেপ কেসের শুনানি করিয়েছিলাম।''

ডাবল ইঞ্জিন সরকার নিয়ে কটাক্ষ

এদিন কাটোয়ার সভায় বিজেপির সোনার বাংলা নিয়ে কটাক্ষ করেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, '' সোনার বাংলা গড়ার কথা বলছে। সাত বছরে কেন্দ্রে কী হয়েছে ? রেল থেকে সেল সব বিক্রি করে দিচ্ছি। কৃষকদের পণ্য কয়েকজন মুনাফাখোরের কাছে বেঁচে দিতে আইন করেছে।আমরা কৃষকদের থেকে ৪৫ লক্ষ মেট্রিক টন ধান কিনি। কেন্দ্রীয় সরকার অল্পকিছু ধান কেনে। এখানে কৃষকদের মৃত্যু হলেই ২লক্ষ টাকা।রয়েছে কৃষকবন্ধুর সুবিধা।''