কলকাতা: ভোটের ফল প্রকাশের আগে দলের সমস্ত প্রার্থীদের সঙ্গে বৈঠক করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠক হবে ভার্চুয়াল। দলের ২৮৭ প্রার্থীর সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করবেন তিনি। হাজির থাকবেন দলের শীর্ষ নেতারাও। জানা গেছে বৈঠকে, নির্বাচন পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে।। সেইসঙ্গে কোভিড পরিস্থিতিতে বিধি মেনে গণনার দিন কাজকর্ম নিয়েও আলোচনা হবে। দুপুর আড়াইটে থেকে বৈঠক।
এবার ২৯১ আসনে লড়াই করেছে তৃণমূল কংগ্রেস। খড়দার তৃণমূল প্রার্থী কাজল সিনহা করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।আরও কয়েকজন করোনা আক্রান্ত। তাই ২৮৭ জন প্রার্থী বৈঠকে থাকবেন।
গণনাকেন্দ্রে ভিড় এড়াতে নয়া নির্দেশ জারি করেছে নির্বাচন কমিশন। নতুন নির্দেশিকায় ছাড় পাননি খোদ প্রার্থীরা। কমিশন বলেছে, গণনাকেন্দ্রে ঢুকতে গেলে প্রার্থীদের কাছে থাকতে হবে দুটি কোভিড টিকা নেওয়ার প্রমাণ। অথবা কোভিড নেগেটিভ হওয়ার সার্টিফিকেট। অন্যথা, গণনাকেন্দ্রে যেতে পারবেন না তাঁরা।
শনিবার রাত পোহালেই ২ মে রবিবার ঘোষিত হতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল। আগেভাগেই কোভিড পরিস্থিতি এড়াতে বেশকিছু নির্দেশ জারি করেছে নির্বাচন কমিশন। সম্প্রতি কমিশনের তরফে বলা হয়েছে, ভোটের ফল বেরনোর পর কোনও বিজয় উৎসব করতে পারবে না কোনও দল। অসম, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, কেরালা ও পুদুচেরির নির্বাচন নিয়েই এই ঘোষণা করা হয়েছে।
গণনার আগে দলের প্রার্থীদের সঙ্গে এই সব বিধি ব্যবস্থা মেনে কাজকর্ম পরিচালনার ব্যাপারে দলীয় প্রার্থীদের সঙ্গে আলোচনা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট গণনার ক্ষেত্রে নতুন নিয়ম সম্পর্কে দলের প্রার্থীদের গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারেন তৃণমূল নেত্রী।
এবার বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষায় তৃতীয় বারের জন্য বাংলার ক্ষমতায় তৃণমূলের প্রত্যাবর্তনের ইঙ্গিত দেওযা হয়েছে। এদিনের বৈঠকে ভোট পরবর্তী পরিস্থিতি নিয়েও দলের প্রার্থীদের সঙ্গে আলোচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, রাজ্যে আট দফার ভোটগ্রহণ পর্ব গতকালই শেষ হয়েছে। গত ২৭ মে ভোট গ্রহণ শুরু হয়েছিল। এবার নজিরবিহীন আট দফায় ভোট হয়েছে।