ফোন নিয়ে জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। কম বাজেটের ফোনের আশায় অনেকেই অপেক্ষায় ছিলেন এই ফোনের। অবশেষে অনলাইনে ফোনের স্পেসিফিকশন ও দাম তুলে ধরল কোম্পানি। ফ্লিপকার্টে দেওয়া হয়েছে ফোনের বিস্তারিত বিবরণ।
২০ তারিখ আত্মপ্রকাশের কথা কোম্পানির নতুন ফোন A74 5G-র। তার আগেই অনলাইন সাইটে চলে এল চিনা সংস্থার কম বাজেটের ফোন Oppo A54। তবে নতুন মডেলের স্পেকস ও দামের বিষয়ে জানতে পারলেও এখনই হাতে পাওয়া যাবে না ফোন। কবে ফোনের সেল চালু হবে, তা শীঘ্রই জানা যাবে। গত মাসেই ইন্দোনেশিয়ায় আত্মপ্রকাশ ঘটেছিল এই ফোনের। সেখানে মিডিয়াটেক হিলিও P35 প্রসেসর দেওয়া হয়েছে ফোনে। ৬০ হার্টসের স্ক্রিন রিফ্রেস রেটের সঙ্গে তিনটি রেয়ার ক্যামেরা রয়েছে ফোনে।
ফোনের দাম
নতুন এই মডেলের কোম্পানি দাম রেখেছে ১৩,৪৯০ টাকা। ৪জিবি ৬৪ জিবি স্টোরেজের এই দাম রাখা হয়েছে। পাশাপাশি ৬জিবি ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ১৫,৯৯০ টাকা। মুনলাইট গোল্ড, ক্রিস্টার ব্ল্যাক ও স্টারি ব্লু এই তিন রঙে পাওয়া যাচ্ছে ফোন।
ফোনের স্পেসিফিকেশন
Oppo A54-এ মিডিয়াটেক হিলিও P35 প্রসেসর ব্যবহার করা হয়েছে ফোনে। দেওয়া হয়নি স্ন্যাপড্রাগনের প্রসেসর। ৬০ হার্টসের স্ক্রিন রিফ্রেস রেটের সঙ্গে তিনটি রেয়ার ক্যামেরা। এছাড়ও রয়েছে বড় ব্যাটারির সুবিধা। নতুন এই ফোনে আনা হয়েছে লিথিয়াম আয়ন ৫০০০ এমএএইচ-এর ব্যাটারি। ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস স্ক্রিন রয়েছে ফোনে।
তিনটি রেয়ার ক্যামেরার মধ্যে রয়েছে ১৩ মেগাপিক্সলের প্রাইমারি সেন্সর। এছাড়াও ২ মেগাপিক্সলের ম্যাক্রো ও ২ মেগাপিক্সলের সেকেন্ডারি সেন্সর দেওয়া হয়েছে। ভালো সেলফি শুটের জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা। ১৮ ওয়াটের ফাস্ট চার্জিংয়ের পাশাপাশি ফোনে রয়েছে টাইপ সি পোর্ট। রেটিং কম হলেও থাকছে আইএক্স ৪ ওয়াটার রেজিস্টেন্স।
Oppo A54-এর পাশাপাশি ২০ এপ্রিল ভারতের বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে Oppo A74 5G। ভারতীয় বাজারে 5G ফোন আনলেও সেরকম সাড়া ফেলতে পারেনি Oppo। এবার A74 5G নিয়েই প্রতিযোগিতায় নামতে চাইছে তারা। ইতিমধ্যেই নিজেদের সাইটে ফোনের টিজার ছেড়েছে অ্যামাজন। ৯০ হার্টজ ডিসপ্লের পাশাপাশি হাইপো কালার টেকনোলজি নিয়ে এসেছে এই চিনা ব্র্যান্ড।
নতুন এই ফোনে থাকছে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি আইপিএস এলসিডি ডিসপ্লে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ প্রসেসর থাকতে পারে এই ফোনে।যা 5G সাপোর্ট করবে। ৬ জিবি র্যামের পাশাপাশি ফোনে থাকবে ১২৮ জিবির স্টোরেজ ক্ষমতা। ফোনের সাইটে রয়েছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর।সব মিলিয়ে ফোনে রয়েছে তিনটি ক্যামেরা। যার প্রাইমারি সেন্সর ৪৮ মেগাপিক্সেল। রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ৫,০০০ এমএএইচ-এর ব্যাটারি ছাড়াও রয়েছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং। সব মিলিয়ে ১৮০ গ্রাম ওজন হতে পারে Oppo A74 5G-র।
২০ তারিখ আত্মপ্রকাশের কথা কোম্পানির নতুন ফোন A74 5G-র। তার আগেই অনলাইন সাইটে চলে এল চিনা সংস্থার কম বাজেটের ফোন Oppo A54। তবে নতুন মডেলের স্পেকস ও দামের বিষয়ে জানতে পারলেও এখনই হাতে পাওয়া যাবে না ফোন। কবে ফোনের সেল চালু হবে, তা শীঘ্রই জানা যাবে। গত মাসেই ইন্দোনেশিয়ায় আত্মপ্রকাশ ঘটেছিল এই ফোনের। সেখানে মিডিয়াটেক হিলিও P35 প্রসেসর দেওয়া হয়েছে ফোনে। ৬০ হার্টসের স্ক্রিন রিফ্রেস রেটের সঙ্গে তিনটি রেয়ার ক্যামেরা রয়েছে ফোনে।
ফোনের দাম
নতুন এই মডেলের কোম্পানি দাম রেখেছে ১৩,৪৯০ টাকা। ৪জিবি ৬৪ জিবি স্টোরেজের এই দাম রাখা হয়েছে। পাশাপাশি ৬জিবি ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ১৫,৯৯০ টাকা। মুনলাইট গোল্ড, ক্রিস্টার ব্ল্যাক ও স্টারি ব্লু এই তিন রঙে পাওয়া যাচ্ছে ফোন।
ফোনের স্পেসিফিকেশন
Oppo A54-এ মিডিয়াটেক হিলিও P35 প্রসেসর ব্যবহার করা হয়েছে ফোনে। দেওয়া হয়নি স্ন্যাপড্রাগনের প্রসেসর। ৬০ হার্টসের স্ক্রিন রিফ্রেস রেটের সঙ্গে তিনটি রেয়ার ক্যামেরা। এছাড়ও রয়েছে বড় ব্যাটারির সুবিধা। নতুন এই ফোনে আনা হয়েছে লিথিয়াম আয়ন ৫০০০ এমএএইচ-এর ব্যাটারি। ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস স্ক্রিন রয়েছে ফোনে।
তিনটি রেয়ার ক্যামেরার মধ্যে রয়েছে ১৩ মেগাপিক্সলের প্রাইমারি সেন্সর। এছাড়াও ২ মেগাপিক্সলের ম্যাক্রো ও ২ মেগাপিক্সলের সেকেন্ডারি সেন্সর দেওয়া হয়েছে। ভালো সেলফি শুটের জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা। ১৮ ওয়াটের ফাস্ট চার্জিংয়ের পাশাপাশি ফোনে রয়েছে টাইপ সি পোর্ট। রেটিং কম হলেও থাকছে আইএক্স ৪ ওয়াটার রেজিস্টেন্স।
Oppo A54-এর পাশাপাশি ২০ এপ্রিল ভারতের বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে Oppo A74 5G। ভারতীয় বাজারে 5G ফোন আনলেও সেরকম সাড়া ফেলতে পারেনি Oppo। এবার A74 5G নিয়েই প্রতিযোগিতায় নামতে চাইছে তারা। ইতিমধ্যেই নিজেদের সাইটে ফোনের টিজার ছেড়েছে অ্যামাজন। ৯০ হার্টজ ডিসপ্লের পাশাপাশি হাইপো কালার টেকনোলজি নিয়ে এসেছে এই চিনা ব্র্যান্ড।
নতুন এই ফোনে থাকছে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি আইপিএস এলসিডি ডিসপ্লে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ প্রসেসর থাকতে পারে এই ফোনে।যা 5G সাপোর্ট করবে। ৬ জিবি র্যামের পাশাপাশি ফোনে থাকবে ১২৮ জিবির স্টোরেজ ক্ষমতা। ফোনের সাইটে রয়েছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর।সব মিলিয়ে ফোনে রয়েছে তিনটি ক্যামেরা। যার প্রাইমারি সেন্সর ৪৮ মেগাপিক্সেল। রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ৫,০০০ এমএএইচ-এর ব্যাটারি ছাড়াও রয়েছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং। সব মিলিয়ে ১৮০ গ্রাম ওজন হতে পারে Oppo A74 5G-র।