সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ: ‘ওরে গৃহবাসী খোল দ্বার খোল, লাগল যে দোল,’ রাজনৈতিক মতবিরোধ, ভেদাভেদ ভুলে রঙের উৎসব দোল আজ মিলিয়ে দিল বিরোধী রাজনৈতিক দলগুলির প্রার্থীদের। একে অপরকে আবির দিয়ে রাঙিয়ে শুভেচ্ছা জানালেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি ও বাম-কংগ্রেস জোটের প্রার্থীরা। এমনই সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন এবং রঙের উৎসবে মেতে ওঠার ছবি ধরা পড়ল রায়গঞ্জ বসন্ত উৎসব কমিটি আয়োজিত বসন্ত উৎসবে। ভোট উৎসবের মাঝে রায়গঞ্জ শহরে মতাদর্শগতভাবে পরস্পরের বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীদের এমন সৌহার্দ্যপূর্ণ দোল উৎসব সৌজন্যের প্রতীক হয়ে থাকল।


বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ হয়েছে শনিবার। আরও সাতটি দফার ভোটগ্রহণ বাকি। জোরদার প্রচার চালাচ্ছে হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। নির্বাচনী ময়দানে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে যেমন চায় না, তেমনই একে অপরের বিরুদ্ধে আক্রমণের বাণ চালাতেও পিছপা হয় না তৃণমূল, বিজেপি, বাম-কংগ্রেস-আইএসএফ জোটের প্রার্থীরা। কিন্তু বাঙালির অন্যতম সেরা মহামিলনের উৎসব বসন্ত উৎসবে রাজনৈতিক মতানৈক্যকে কয়েকশো যোজন পেছনে রেখে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থীরা মেতে উঠলেন বসন্তের উৎসবে।


রবিবার রায়গঞ্জ করোনেশন হাইস্কুল প্রাঙ্গনে রায়গঞ্জ বসন্ত উৎসব কমিটি আয়োজিত বসন্ত উৎসবে হাজির হলেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের যুযুধান প্রার্থী বিজেপির কৃষ্ণ কল্যাণী এবং বাম-কংগ্রেস জোট প্রার্থী তথা রায়গঞ্জের বিদায়ী কংগ্রেস বিধায়ক মোহিত সেনগুপ্ত। বসন্ত উৎসবের মঞ্চে পাশাপাশি বসে আলাপচারিতা ও শুভেচ্ছা বিনিময় করলেন তাঁরা। এরপর রঙের উৎসবকে আরও রঙিন করে তুলতে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করতে একে অপরকে আবির দিয়ে রাঙিয়ে শুভেচ্ছা বিনিময় করলেন তাঁরা। জানালেন, আজ রঙের উৎসব। আজ কোনও প্রচার নেই। আজ নেই রাজনৈতিক তরজাও। দেশ তথা বাংলার সংস্কৃতি, রাজনৈতিক বেড়াজালের ঊর্ধ্বে। রাজনৈতিক মতানৈক্য থাকলেও রায়গঞ্জ বিধানসভার এই দুই প্রার্থীর মধ্যে যে সুসম্পর্ক আজও বিদ্যমান, তারই নিদর্শন ফুটে উঠল রায়গঞ্জ বসন্ত উৎসব প্রাঙ্গনে।