নয়াদিল্লি: গতকালই জানা গিয়েছিল, এবারের আইপিএল-এ আম্পায়ারিংয়ের নিয়মে একাধিক বদল আনছে বিসিসিআই। এবারের আইপিএল-এ মাঠের আম্পায়াররা যদি আউটের সিদ্ধান্ত নেওয়ার জন্য তৃতীয় আম্পায়ারের দ্বারস্থ হন, তাহলে তাঁরা ‘সফট সিগন্যাল’ দিতে পারবেন না। এছাড়া আরও জানা গিয়েছে, শর্ট রানের ক্ষেত্রেও নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন তৃতীয় আম্পায়াররা। প্রয়োজন হলে তাঁরা শর্ট রানের ক্ষেত্রে মাঠের আম্পায়ারদের কোনও সিদ্ধান্ত বদলেও দিতে পারবেন। আজ জানা গিয়েছে, এ বিষয়ে বিসিসিআই কঠোর অবস্থান নিয়েছে। আইসিসি এখনও ‘সফট সিগন্যাল’-এর বিষয়ে কোনও সিদ্ধান্ত না নিলেও, বিসিসিআই আইপিএল-এর ক্ষেত্রে এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।


বিসিসিআই-এর পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ‘এবারের আইপিএল-এ তৃতীয় আম্পায়ার যদি কোনও সিদ্ধান্ত নেন, তাহলে সেই সিদ্ধান্তের বিষয়ে মাঠের আম্পায়াররা সফট সিগন্যাল দিতে পারবেন না। তৃতীয় আম্পায়াররাই যাবতীয় সিদ্ধান্ত নেবেন।’


ভারত-ইংল্যান্ডের টি-২০ সিরিজে ‘সফট সিগন্যাল’ নিয়ে তীব্র বিতর্ক হয়। সূর্যকুমার যাদবের যাদবের আউট নিয়ে বিতর্ক হয়। বেন স্টোকসের রান আউট নিয়েও বিতর্ক হয়। এরপর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ‘সফট সিগন্যাল’ নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন। এর পরিপ্রেক্ষিতেই বিসিসিআই এবার আইপিএল থেকে ‘সফট সিগন্যাল’ তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল।


বিসিসিআই সূত্রে আরও জানা গিয়েছে, এবারের আইপিএল-এ ‘নো বল’ সংক্রান্ত নিয়মেও বদল আনা হচ্ছে। মাঠের আম্পায়াররা যদি ‘নো’-বল-এর বিষয়ে ভুল সিদ্ধান্ত নেন, তাহলে তৃতীয় আম্পায়ার সেই সিদ্ধান্ত বদলে দিতে পারবেন। মাঠের আম্পায়াররা শর্ট রানের ক্ষেত্রে ভুল করলে, তৃতীয় আম্পায়াররা সেই সিদ্ধান্তও বদলে দিতে পারবেন। ফলে এবারের আইপিএল-এ তৃতীয় আম্পায়ারদের হাতে অনেক বেশি ক্ষমতা দেওয়া হচ্ছে। তৃতীয় আম্পায়াররা এবারের আইপিএল-এ অনেক বেশি সক্রিয় থাকবেন। 


আইসিসি সূত্রে জানা গিয়েছে, এ বছরের জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ‘সফট সিগন্যাল’-এর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কয়েকদিন আগেই আইসিসি-র বোর্ড মিটিংয়ে বিষয়টি উত্থাপন করেন বিসিসিআই সচিব জয় শাহ।