করুণাময় সিংহ, মালদা: এ যেন রাজনীতির অন্য রং। হোলিতে জনসংযোগে বেরিয়ে সটান বিজেপি প্রার্থীর বাড়িতে পৌঁছে গেলেন তৃণমূল প্রার্থী। একে অপরকে জড়িয়েও ধরলেন। হল শুভেচ্ছা বিনিময়। রাজনৈতিক রং সরিয়ে হোলির রঙে অন্য ছবি দেখল মালদার চাঁচল।


হোলির রং মিলিয়ে দিল বঙ্গ রাজনীতির শাসক-বিরোধী প্রার্থীকে। বিধানসভা নির্বাচনে তৃণমূল-বিজেপির তরজার পারদ যখন ক্রমশ চড়ছে, তখন মালদার চাঁচলে বিপরীত ছবি। হোলির দিনে একে অপরকে জড়িয়ে ধরলেন চাঁচলের তৃণমূল প্রার্থী নীহাররঞ্জন ঘোষ ও বিজেপি প্রার্থী দীপঙ্কর রাম।


সোমবার হোলির দিন কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচারে বেরিয়েছিলেন তৃণমূল প্রার্থী নীহাররঞ্জন ঘোষ। দুর্গামোড়ের কাছে গিয়ে জানতে পারেন এই এলাকাতেই তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীর বাড়ি। দুবার ভাবেননি তৃণমূল প্রার্থী। একথা শুনেই সটান সেদিকে হাঁটা দেন নীহাররঞ্জন। তখন বাড়ির সামনে আত্মীয় ও কর্মী সমর্থকদের নিয়ে হোলি খেলছিলেন বিজেপি প্রার্থীর দীপঙ্কর দাম।


তৃণমূল প্রার্থীর পা ছুঁয়ে প্রণামও করতে যান বিজেপি প্রার্থী। পরে একে অপরকে জড়িয়ে ধরেন দু’জনেই। চাঁচলের তৃণমূল প্রার্থী নীহাররঞ্জন ঘোষ বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন সৌহার্দ্য বিনিময় করতে। আমি প্রচারে এসে শুনলাম এখানে বিজেপি প্রার্থীর বাড়ি। তাই চলে এলাম। ওঁর পরিবারের সকলের মঙ্গল কামনা করলাম। বললাম পরিবারের সব ভোট তৃণমূলকে দেবেন।’’ চাঁচলের বিজেপি প্রার্থী দীপঙ্কর রাম বলেন, ‘‘ভাল লাগল। উনি আমার পরিবারের মঙ্গল কামনা করেছেন। ধন্যবাদ। রাজনৈতিক মত আলাদা হতেই পারে। কিন্তু উত্‍সবে সবাই এক।’’


উল্লেখ্য, গতকাল দোলের উৎসবে মাতেন শাসক বিরোধী সব পক্ষ।  প্রচারে বেরিয়ে প্রার্থীদের রঙের উৎসবের ছবি ধরা পড়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে।২৬ এপ্রিল সপ্তম দফায় ভোটগ্রহণ হবে মালদার চাঁচল বিধানসভা কেন্দ্রে। রাজ্যের বিভিন্ন এলাকায় নির্বাচনকে ঘিরে যখন একের পর এক রাজনৈতিক সংঘর্ষে জড়িয়ে পড়ছে তৃণমূল ও বিজেপি, সেখানে চাঁচলের এদিনের ছবি নিঃসন্দেহে সৌহার্দ্যের বার্তা দেবে।